শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ মে, ২০১৮, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৭ মে, ২০১৮, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই বছরে দুটি ইউরোপিয়ান শিরোপা জয়ের সুযোগ মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক: ১৯৯৪ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল ফ্যাবিও ক্যাপেলোর এসি মিলান। একই বছর উয়েফা কাপ (বর্তমানে ইউরোপা লিগ) জিতে নেয় তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় একমাত্র শহর হিসেবে একই বছরে দুটি শিরোপার মুখ দেখেছিল মিলান। মাদ্রিদের সামনে এবার মিলানের সেই কীর্তি ছুঁয়ে ফেলার সুযোগ।
কীর্তিটা আসলে মিলান গড়েনি, গড়েছে শহরটির দুই প্রতিবেশী ক্লাব। এসি মিলান ও ইন্টার মিলান। ১৯৯৪ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল ফ্যাবিও ক্যাপেলোর মিলান। একই বছর উয়েফা কাপ (বর্তমানে ইউরোপা লিগ) জিতে নেয় তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় আজও মিলানের এই কীর্তি কেউ ভাঙতে পারেনি। উয়েফা ক্লাব টুর্নামেন্টে একই বছরে দুটো শিরোপা ঘরে তোলা একমাত্র শহর মিলান। কিন্তু আগামী ২৬ মে মিলানের এই কীর্তিতে ভাগ বসাতে পারে মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ১ মে। এর দুই দিন পর ইউরোপা লিগের ফাইনালে ওঠে অ্যাটলেটিকো মাদ্রিদ। তখন থেকেই মাদ্রিদবাসীর প্রতীক্ষা কবে আসবে ইউরোপসেরার দুটি শিরোপা? কাল রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের দায়িত্বটুকু সেরে ফেলেছে। ফাইনালে মার্শেইকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে মাদ্রিদের ক্লাবটি। এবার তাদের নগর প্রতিদ্বন্দ্বীদের পালা। ২৬ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল যদি লিভারপুলকে হারাতে পারে, তাহলেই ২৪ বছর আগে মিলানের সেই কীর্তি ছুঁয়ে ফেলবে মাদ্রিদ।

রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে একটি জায়গায় মিলানকে ছাপিয়ে যাবে স্পেনের রাজধানী শহর। দুই যুগ আগে সেবার উয়েফা সুপার কাপে মিলান কিন্তু প্রতিপক্ষ হিসেবে ইন্টারকে পায়নি। কারণ, তখন উয়েফা কাপ নয়, ইউরোপিয়ান কাপ উইনার্স কাপজয়ী দল সুপার কাপে মুখোমুখি হতো চ্যাম্পিয়নস লিগজয়ী দলের। আর তাই সেবার উয়েফা সুপার কাপে আর্সেনালকে (উইনার্স কাপ জয়ী) প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল এসি মিলান।

কিন্তু এখন নিয়ম পাল্টেছে। এখন উয়েফা সুপার কাপে মুখোমুখি হয় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগজয়ী দুই দল। অর্থাৎ, রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতলে এবার উয়েফা সুপার কাপে প্রথমবারের মতো এক শহরের দুই প্রতিবেশী দল মুখোমুখি হবে। এবার সুপার কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ আগস্ট এস্তোনিয়ার তালিনানে।

তবে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় মাদ্রিদ কিন্তু ইতিমধ্যেই সবাইকে টেক্কা দিয়েছে। এই শহরটির দখলেই সর্বোচ্চসংখ্যক ১৭ শিরোপা। রিয়াল জিতেছে ১৪ শিরোপা (১২টি চ্যাম্পিয়নস লিগ ও ২টি ইউরোপা লিগ)। অ্যাটলেটিকো জিতেছে ৩টি ইউরোপা লিগের শিরোপা। ১৫ শিরোপা নিয়ে দ্বিতীয় মিলান। এসি মিলান জিতেছে ৯ শিরোপা (৭টি চ্যাম্পিয়নস লিগ ও ২টি উইনার্স কাপ) এবং ইন্টার জিতেছে ৬ শিরোপা (৩টি চ্যাম্পিয়নস লিগ ও ৩টি উয়েফা কাপ)। প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়