শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ মে, ২০১৮, ১১:৩২ দুপুর
আপডেট : ১৭ মে, ২০১৮, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকল দলের ঐক্যবদ্ধতায় সরকার নির্বাসন যাবে : মঈন খান

শিমুল মাহমুদ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে উৎখাত করতে, জনগণ এবং দেশের সকল গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই ঐক্যবদ্ধতায় বর্তমান সরকারকে নির্বাসনে যাবে বলে মন্তব্য করেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বেগম জিয়াকে রাজনৈতিক বানোয়াট মামলায় কারাগার আটক রাখা হয়েছে। সরকারকে বলবো, সমঝোতার আসুন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আপনারা ব্যর্থ হয়েছেন। এ জন্য আপনাদেরকে চরম মূল্য দিতে হবে। যা আপনারা চিন্তাও করতে পারছেন না। তাই সময় থাকতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিন।

দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, আসুন সরকারকে আলাদা করে দিয়ে সকল গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করি। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে বর্তমান অবৈধ সরকার নির্বাসনে যেতে বাধ্য হবে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে বলে মনে করেন তিনি।

অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে উৎখাত করবো- ক্ষমতাসীনদের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমরা তাদেরকে (সরকার) দেখিয়ে দিবো, জনগণ ঐক্যবদ্ধ থাকলে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেও ফ্যাসিবাদি শক্তিকে পরাজিত করা যায়।

সদ্য শেষ হওয়া খুলনা সিটি নির্বাচনের কথা উল্লেখ করে মঈন খান বলেন, খুলনায় নির্বাচন নয়, প্রহসন হয়েছে। নির্বাচনের নামে ধোঁকাবাজি হয়েছে। আর সেটা বিশ্বের কাছে তুলে ধরেছে মিডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়