শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৭ মে, ২০১৮, ০৯:৪০ সকাল
আপডেট : ১৭ মে, ২০১৮, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলওয়ের জন্য ১০ টি ইঞ্জিন কেনার চুক্তি সই

হুমায়ুন কবির খোকন: রেলভবনে বাংলাদেশ রেলওয়ের জন্য ১০ টি মিটারগেজ লোকোমোটিভ কেনার চুক্তি আজ স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মোঃ শাসসুজ্জামান এবং নির্মানকারী প্রতিষ্ঠান কোরিয়ার হুন্দই রোটেমের পরিচালক (গ্লোবাল রেল) কোয়াং কুন উন। (Kwang-Kyun-Yoon)

চুক্তি অনুযায়ী ২৪ মাসের মধ্যে ইঞ্জিনগুলো সরবরাহ করবে। বাংলাদেশী টাকায় চুক্তি মূল্য ২৯৭ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ৫৬০ টাকা। এডিবির অর্থায়নে ১০ টি ইঞ্জিন সংগ্রহ করা হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেন, বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ সংকটে ভুগছে। বহরের অধিকাংশ ইঞ্জিনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কাজেই আমাদের জন্য এ চুক্তি খুবই গুরুত্বপূর্ণ।এ সময় মন্ত্রী ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিানিধিকে যথাসম্ভব স্বল্প সময়ে একটি চালান সরবরাহের অনুরোধ জানান। রেলমন্ত্রী এ সময় আগামীতে আরও কতগুলো ইঞ্জিন এবং কোচ আনা হবে তার বর্ণনা দেন। তিনি বলেন ৭০ টি ইঞ্জিন একই কোম্পানী সরবরাহ করবে। এছাড়া আরও ৪০ ও ২০ টি ইঞ্জিন সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। কোচের বিষয়ে মন্ত্রী বলেন ২৭০ টি কোচ রেলবহরে চলছে।

এছাড়া ২৫০ টি কোচ নির্মাণাধীন অবস্থায় আছে। ১৫০ টি কোচ কোরিয়ান সরকারের অর্থায়নে কেনার প্রক্রিয়া অব্যাহত আছে। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন, নির্মানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়