শিরোনাম
◈ তাপপ্রবাহ অব্যাহত থাকলে সন্ধ্যায় লোডশেডিং বাড়তে পারে ◈ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও ৫০ বিজিপি সদস্যের অনুপ্রবেশ ◈ ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ◈ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া আজ মন্ত্রিসভায় উঠছে ◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

প্রকাশিত : ১৭ মে, ২০১৮, ০৮:৩০ সকাল
আপডেট : ১৭ মে, ২০১৮, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গণমাধ্যমে আমাদের বিরুদ্ধে নেগেটিভ খবরই বেশি’

রবিন আকরাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সরকারে আছি তারপরও আমাদের বিরুদ্ধে গণমাধ্যমে পজেটিভ খবরের চেয়ে নেগেটিভ খবরই বেশি।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজে’র দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আমাদের দেশের কিছু রাজনৈতিক দল এবং যারা দল করে না তারাও একটি কথা বলে যাচ্ছেন, কথা বলার স্বাধীনতা নাই। কিন্তু কথা বলার স্বাধীনতা না থাকলে কথাগুলো বললেন কিভাবে।

প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ফান্ডে গণমাধ্যম মালিক এবং ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, আমি সাংবাদিক কল্যাণ ফান্ড গঠন করেছি। কিন্তু দু’একজন ছাড়া কেউ এতে সহায়তা করেনি। তাই আমি গণমাধ্যমের মালিক ও ব্যবসায়ীদেরকে এই ফান্ডে অনুদান দেওয়ার আহবান জানাচ্ছি।

আইসিটি অ্যাক্ট নিয়ে সাংবাদিকদের ভয়ের কিছু নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এই আইন নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেন। এটি নিয়ে শঙ্কার কিছু নাই। গণমাধ্যম, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা দিতেই এই আইন।

বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, ঢাকা সাংবাদিক ইউনিয়ের সভাপতি আবু জাফর সূর্যসহ সারাদেশের বেশ কয়েকটি সাংবাদিক ইউনিয়নের সভাপতিরা। একুশে টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়