Skip to main content

ছাত্রলীগের হুমকি মানে বাংলাদেশের প্রচলিত আইনকে উপহাস করা

কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক ও রাশেদ কে জীবন নাশের হুমকি কোন সাধারণ অপরাধ নয়। এটা একটা বড় ধরনের ফৌজদারী অপরাধ। এই ব্যাপারে প্রাথমিক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তাদের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। তারা হয়তো বলবে, এ ব্যাপারে কেউ কিছু জানায়নি। কিছু জানায়নি কেন সেটাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বোঝা উচিত এবং যতদ্রুত সম্ভব এটার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া উচিত। কোন একটা অন্যায় কাজ যখন করা হয়, এটা ছাত্রলীগের ঐতিহ্যের সাথে  মানায় না । এভাবে হুমকি প্রদান করা মানে বাংলাদেশের প্রচলিত আইনকে উপহাস করা। ছাত্রলীগের হুমকিদাতাদের বিরুদ্ধে ছাত্রলীগ ও সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। আমি এমন অপরাধমূলক কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই। পরিচিতি : অধ্যাপক, আইন বিভাগ, ঢাবি / মতামত গ্রহণ : মো. এনামুল হক এনা / সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

অন্যান্য সংবাদ