শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৭ মে, ২০১৮, ০৩:৫৭ রাত
আপডেট : ১৭ মে, ২০১৮, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়ক সম্রাট শাকিব খানের অনুরোধ ফেলতে পারলেন না

আবু সুফিয়ান রতন : একটা খুব ভালো ছবি হচ্ছে। আমি কাজ করছি। আমি চাই এখানে তুমিও কাজ করো। আর কাজটা তোমাকে করতেই হবে।’ চিত্রনায়ক সম্রাটকে এভাবেই বললেন শাকিব খান, দেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক। আর মঙ্গলবার সম্রাট বললেন, ‘বড় ভাই যেহেতু অনুরোধ করেছেন, আমিও রাজি হয়ে যাই।’ ‘ক্যাপ্টেন খান’ ছবির সঙ্গে এভাবেই যুক্ত হলেন সম্রাট।

গতকাল সোমবার থেকে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন সম্রাট। শুটিং হয়েছে এফডিসিতে আর তেজগাঁওয়ে এক রেস্তোরাঁয়। সম্রাট জানালেন, অপরাধ জগৎ নিয়ে ‘ক্যাপ্টেন খান’ ছবির গল্প। শাকিব খান গ্যাংস্টার। নানা অপরাধের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। অপরাধকর্মে তাঁর অন্যতম সহযোগী সম্রাট। একসঙ্গে সব কাজ করেন।

সম্রাট বললেন, ‘গল্পে আমার চরিত্রটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। শাকিব খানের ফোনের পর ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন যখন আমাকে গল্পটি শোনালেন, আমি মুগ্ধ হয়ে যাই। আর চলচ্চিত্রের বর্তমান যে অবস্থা, তা আমরা সবাই জানি। এ জন্য চলচ্চিত্রের কাজ করা হয় না। সেদিক থেকে এই ছবিটি অন্য রকম।’

ওয়াজেদ আলী সুমন জানান, ‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব খান ও সম্রাট দুজনই আন্ডার ওয়ার্ল্ডের ডন। দুজনের চরিত্রই বেশ মজার। ২০ মে থেকে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং হবে কক্সবাজারে। ঈদের পর টানা কাজ হবে ব্যাংককে।

‘ক্যাপ্টেন খান’ ছবিতে আরও অভিনয় করছেন শবনম বুবলী, কলকাতার পায়েল মুখার্জি, মিশা সওদাগর, অমিত হাসান, ডন, শিবা শানুসহ অনেকে।

সম্রাট সর্বশেষ কাজ করেছেন পরিচালক রাজু চৌধুরীর ‘শুটার’ ছবিতে। এই ছবিরও নায়ক ছিলেন শাকিব খান। এরপর চলচ্চিত্রে আর কোনো কাজ করা হয়নি। সম্রাট জানান, কারণ এ সময় তাঁর বাবা অভিনেতা রাজ্জাক মারা যান।

বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি ছোট পর্দায় অনেক দিন থেকেই সম্রাট নাটক ও টেলিছবি পরিচালনা করছেন, অভিনয়ও করছেন। জানালেন, এবার বাবা দিবসের জন্য একটি টেলিছবি তৈরি করেছেন তিনি। নাম ‘বাবা’। এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শাহেদ শরীফ খান ও অর্ষা। আগামী ১৭ জুন টেলিছবিটি দেখানো হবে চ্যানেল আইয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়