Skip to main content

সেবা রপ্তানিতে প্রবৃদ্ধি ২০ শতাংশ ছাড়িয়েছে

জাফর আহমদ: পণ্য বহির্ভূত সেবা রপ্তানিতে ২০ দশমিক ৫৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জুলাই-মার্চ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বুধবার এ প্রতিবেদন প্রকাশিত হয়।দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, বিভিন্ন খাতে বিদেশের সাথে যোগযোগ বৃদ্ধি, আমদানি-রপ্তানি খাত বড় হওয়া, তরুনদের আউট সোর্সিংয়ের দিকে মনোযোগ দেওয়া, কাজের সন্ধানে বাংলাদেশে বিদেশিদের এবং বিদেশে বাংলাদেশে বিদেশিতে যাতায়াত বৃদ্ধি পাওয়ার কারণে দেশে পণ্যবর্হিভুত বিভিন্ন প্রকার সেবা রপ্তানিও বৃদ্ধি পাচ্ছে। এবং প্রতিবছরই এ হার বাড়ছে। চলতি ২০১৭-১৮ অর্থবছওে সেবা রপ্তানিতে লক্ষ্যমাত্রা রয়েছে ৩ দশমিক ৫০০ বিলিয়ন ডলারের। জুলাই-মার্চ ৯ মাসে কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল ২ দশমিক ৬২৫ বিলিয়ন ডলার। রপ্তানি হয়েছে ৩ দশমিক ০৩১ বিলিয়ন ডলারের। আগের বছরেরই একই সময়ে রপ্তানি হয়েছিল ২ দশমিক ৫২৫ বিলিয়ন ডলারের পণ্য। চলতি বছরের ৯ মাসে ২০ দশমিক ৫৩ শতাংশ বেশি আয় হয়েছে। এ জন্য সরকারও নানামুখি উদ্যোগ নিচ্ছে। এ জন্য সরকারি, বেসরকারি পর্যায়ে নানা রকম উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। আর এর প্রভাব পড়ছে এ সেবা রপ্তানিতে। ইপিবি-এর তথ্যে দেখা যায় জুলাই-মার্চ ৯ মাসে সবচেয়ে বেশি সেবা এসেছে পরিবহন খাতে। জলপথ, স্থলপথ, আকাশপথ ও রেলওয়ে সেবা রপ্তানি হয়েছে ৪৩১ মিলিয়ন ডলারের। এ খাতে গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ৩১৬ বিলিয়ন ডলারের সেবা। প্রবৃদ্ধির হার ৩৬ দশমিক ২৪ শতাংশ। এর পরেই রয়েছে ভ্রমন খাতে রপ্তানি আয় হয়েছে ২৬৬ দশমিক ৮২ মিলিয়ন ডলার; ব্যক্তি সেবা রপ্তানি আয় ২৫৯ দশমিক ৯৯ মিলিয়ন ডলার; আর্থিক খাতের সেবা রপ্তানি আয় ১২১ দশমিক ২৮ মিলিয়ন ডলার; টেলিকম্যুনেকেশন সেবা ২৪৬ দশমিক ৫৯ মিলিয়ন ডলার; কম্পিউটার সার্ভিস ১৩২ দশমিক ৩৫ মিলিয়ন ডলার এবং সরকারি সেবা ও পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে ১ দশমিক ১৫৬ বিলিয়ন ডলারের সেবা।

অন্যান্য সংবাদ