শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৭ মে, ২০১৮, ০২:৫৮ রাত
আপডেট : ১৭ মে, ২০১৮, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভালবাসার রং’

আবু সুফিয়ান রতন : তিতি নামটা শুনলেই মনে হয় কোন বাচ্চা মেয়েকে বুঝি ডাকা হচ্ছে। কিন্তু চৌধুরী বাড়ির তিতির ক্ষেত্রে বয়সের ব্যাপারটা কিন্তু আদতে তা নয়। সে এখন কলেজে পড়ে। আর বাড়ির কেউ তাকে তিতি বলে ডাকলে খানিকটা অভিমানের সুরে বলে ‘আমি তো বড় হয়ে গেছি, আমাকে আর এই নামে ডাকবে না আসল নামে ডাকবে। কিন্তু কে শোনে কার কথা, দাদা-দাদু, মামা-মামী সবাই তাকে তিতলি না বলে তিতি বলেই ডাকে। তিনি ছোটবেলায় বুঝতে যে তার বাবা মা কোথাও বেড়াতে গেছে কিছুদিন পরেই ফিরে আসবে। কিন্তু এখন সে বড় হয়েছে, তাই বুঝতে পারে যে তার বাবা মা আর কখনোই ফিরে আসবে না। তিতি বড় হয়েছে তার এখন কলেজে বন্ধুও হয়েছে। কিন্তুু তিতি যাকে বন্ধু ভাবে সেই নিলয় কিন্তুু তিতিকে শুধু বন্ধুত্বের চেয়ে একটু বেশিই ভাবে। তিতির মামাতো বোন নদী। দুজনে খুব বন্ধুত্ব। ঘটনাক্রমে এমন এক সময় আসে যখন তিতি বুঝতে পারে যে সে নিলয়কে ভালোবাসে। কিন্তু এরই মধ্যে নদীও নিলয়কে ভালোবাসতে শুরু করেছে। একসময় নিলয়ের সাথে নদীর বিয়ের কথাও শুরু হয়।

এমনই এক ঘটনা নিয়ে এটিএন বাংলায় আজ (১৭ মে) রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক ‘ভালবাসার রং’। অরিন্দম গুহর রচনায় ধারাবাহিকট পরিচালনা করেছেন আশিষ রায়। এতে অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, ডলি ইসলাম, বাবুল আহমেদ, চন্দা মাহজাবিন, শিরিন আলম, নাবিলা, সানজিদা, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়