Skip to main content

ফিলিস্তিনিদের হত্যা প্রতিবাদে ১৯ মে দেশব্যাপী বিক্ষোভ করবে বাম জোট

রফিক আহমেদ : ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা, নিরীহ ফিলিস্তিনিদের হত্যা এবং ইসরাইলে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে স্থানান্তর করে জেরুজালেমে খোলার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা ১৯ মে সারা দেশে বিক্ষোভ-সমাবেশ করবে। বুধবার এক বিবৃতিতে বাম জোটের নেতৃবৃন্দ এসব কথা জানান। বাম জোটের নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ১৯ মে শনিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সিপিবি-বাসদ, বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার আহ্বানে আগামী ২২ মে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ২২ মে শনিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সিপিবি-বাসদ, বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

অন্যান্য সংবাদ