শিরোনাম
◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি

প্রকাশিত : ১৭ মে, ২০১৮, ০২:৪১ রাত
আপডেট : ১৭ মে, ২০১৮, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মন্ত্রীর উত্তর কোরিয়া সফর

ইমরুল শাহেদ : ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং উত্তর কোরিয়া সফর করেছেন। তিনি ১৫ ও ১৬ মে উত্তর কোরিয়া সফর করেন। ভারত ও উত্তর কোরিয়ার মধ্যে ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এ বছর দুই দেশের সম্পর্কের ৪৫ বছর পূর্ণ হয়েছে।

ভিকে সিংয়ের উত্তর কোরিয়া সফর এমন একটা সময়ে হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। কিম গত মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-্ইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের পরপরই কিম উত্তর কোরিয়ার পরমাণু চর্চা বন্ধের বিষয়টি ঘোষণা করেন।

উত্তর কোরিয়া সফরকালে ভিকে সিং সুপ্রিম পিপলস এ্যাসেমব্লি রি ইয়ং হো’র ভাইস প্রেসিডেন্ট কিম ইয়ং ডাই এবং পররাষ্ট্রমন্ত্রী পাক চুন নামের সঙ্গে বৈঠক করেন।
ভিকে সিং উত্তর কোরিয়ার সাংস্কৃতিক মন্ত্রী এবং ভাইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক, আঞ্চলিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতার ইস্যু নিয়ে আলোচনা করেন।

একটি সূত্র থেকে জানা গেছে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে ভারতের এই মন্ত্রীকে অভিহিত করা হয়। ভারতীয় মন্ত্রী উত্তর ও দক্ষিণ কোরিয়ার শান্তি উদ্যেগকে উৎসাহিত করেন।
ভারতের প্রতিবেশীদের মধ্যে পরমাণু বিস্তারের বিষয় নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয় যে, ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বন্ধু দেশ হিসেবে উত্তর কোরিয়া তা কখনো সমর্থন করবে না। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়