Skip to main content

ইসরাইল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে : ইশা ছাত্র আন্দোলন

রফিক আহমেদ : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেছেন, দীর্ঘ ৭০বছর ধরে অবৈধ রাষ্ট্র ইসরাইল যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতন ও গণহত্যা চালাচ্ছে। বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট হতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি মুসলিমদের ওপর নির্বিচারে অর্ধশতাধিক মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে পূর্ব ঘোষণা অনুযায়ী মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের অবৈধ পদক্ষেপে আমরা তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এ মাত্রা আরও বেড়ে গিয়েছে এবং গত ১৫ মে অর্ধশতাধিক মুসলমানদের নির্বিচারে গুলি করে এবং দুই হাজার পাঁচশত জন মানুষকে আহত করে, এর দায়ভার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেকেই নিতে হবে এবং আন্তর্জাতিক আদালতে তার বিচার করতে হবে। বক্তরা আরও বলেন, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে এ হত্যাকা-ের ব্যাপারে নতুন করে ঐক্য গড়ে তুলতে হবে এবং ইসরাইলের সঙ্গে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং তাদের পণ্য বর্জন করতে হবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত এস.এম. এমদাদুল্লাহ ফাহাদ, নুরুল করীম আকরাম ও মুহা. শরীফুল ইসলামসহ কেন্দ্র ও নগর নেতৃবৃন্দ।