শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৭ মে, ২০১৮, ০২:০১ রাত
আপডেট : ১৭ মে, ২০১৮, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনাল খেললেই আমি খুশি

আব্দুল্লাহ ফয়সাল : আর্জেন্টাইনরা স্বপ্ন দেখছে এবার হয়তো আক্ষেপ ঘুচবে তাদের। যাকে ঘিরে স্বপ্ন বুনছে, সেই লিওনেল মেসি কিন্তু বড় কিছু ভাবছেন না। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা সেমিফাইনাল খেললেই খুশি অধিনায়ক।

জাতীয় দলের ট্রফি কেসটা ফাঁকাই পড়ে রয়েছে মেসির। টানা তিনবার ফাইনালে খেলেও হতাশা সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ২০১৪ বিশ্বকাপ দিয়ে শুরু, এরপর ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ব্যর্থতায় অবসরের ঘোষণাই দিয়ে ফেলেছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড! ফিরে এসে আলবিসেলেস্তেদের রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে তোলার পর আবারও মেসিকে ঘিরে স্বপ্ন দেখছেন আর্জেন্টাইনরা।

যদিও বার্সেলোনা ফরোয়ার্ড নিজে অত বড় স্বপ্ন দেখছেন না। আপাতত সেমিফাইনালেই করেছেন পাখির চোখ। আগের বিশ্বকাপে ফাইনাল খেললেও নিজেদের ফেভারিট ভাবছেন না তিনি। তবে আর্জেন্টিনার অতীত সাফল্য ও ঐতিহ্যে চোখ রেখে শেষ চারে খেলাকেই ‘সাফল্য’ হিসেবে দেখছেন মেসি।

আর্জেন্টাইন টেলিভিশন ‘টিওয়াইসি স্পোর্তস’কে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা শুনিয়েছেন তিনি, ‘শেষ চারে যেতে পারলেই ভালো একটি বিশ্বকাপ হবে আমাদের। ইতিহাসের দিক থেকে আর্জেন্টিনা এই জায়গার দাবিদার।’

তবে সেমিফাইনালে খেলতে গেলেও যে অনেক কাঠখড় পোড়াতে হবে, সেটাও জানা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর, ‘যদিও এই জায়গায় যেতে হলে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। আমার মনে হয় আমরা আবারও ওই জায়গায় যেতে পারব।’

রাশিয়া বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। শিগগিরই সেখান থেকে চূড়ান্ত ২৩ জনের নাম ঘোষণা করবেন তিনি। সূত্র, বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়