শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৭ মে, ২০১৮, ০২:৫১ রাত
আপডেট : ১৭ মে, ২০১৮, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতাল ভেদে একই টেস্টেও ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়া যায়: নাসিম

হুমায়ুন কবির খোকন : রোগনির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার মানোন্নয়ন এবং সমন্বিত মূল্য নির্ধারণের জন্য নীতিমালা প্রণয়নের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) এর নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

কমিটিতে অন্যান্যেদের মধ্যে সরকারি হাসপাতালের ৪ জন এবং বেসরকারিহাসপাতালের ৬ জন থাকবেন। কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে খসড়া প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বুুধবার সচিবালয়ে প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মানোন্নয়ন সংক্রান্তসভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) বাবলুকুমারসাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুলকালাম আজাদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি ডা. ইকবালআর্সলান, বিএসএমএমইউ’র সাবেকউপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্নসরকারি ও বেসরকারিহাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্দ্ধতনকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রীবলেন,বর্তমানসরকারের সময়ে বাংলাদেশের চিকিৎসার মানের অনেকউন্নতি সাধিত হয়েছে। তারপরও মাঝেমাঝে বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষানিরীক্ষার ভুলের কারণে রোগনির্ণয় ও চিকিৎসা প্রক্রিয়াব্যাহত হয়। হাসপাতাল ভেদেও একই টেস্টেও ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়া যায়। এই সমস্যা উত্তরণেরজন্যে একটি সমন্বিতনীতিমালা প্রয়োজন।

মন্ত্রীবলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি রোগনির্ণয়ের মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়