শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১৭ মে, ২০১৮, ০১:৫০ রাত
আপডেট : ১৭ মে, ২০১৮, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে ফের বিমান বিধ্বস্ত, নিহত ২

সাইদুর রহমান : নেপালে ফের বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। গন্তব্যস্থল প্রত্যন্ত হুমলা জেলার কাছাকাছি স্থানে একটি পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ১২ হাজার ৮০০ ফুট উচ্চতার একটি পর্বতে বিমানটির ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে।

জেলা প্রশাসক মাধব প্রাসাদ ধাঙ্গানা বলেন, দুর্ঘটনাস্থল থেকে বিমানটির পাইলট ও কো-পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আমাদের বিশ্বাস বিমানটি তার রুট নির্ধারণে ভুল করেছে। সম্ভবত খারাপ আবহাওয়ার কারণে এটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে।

উল্লেখ্য, নেপালের যোগাযোগ ব্যবস্থা বেশ দুর্বল। দেশটির সড়ক ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রত্যন্ত এলাকার মানুষজন মৌলিক জিনিসপত্র বহনের জন্য প্লেন ও হেলিকপ্টারের ওপর নির্ভরশীল। দেশটির নিরাপত্তার রেকর্ড হতাশাজনক। অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও বাজে ব্যবস্থাপনাই এর মূল কারণ।

এছাড়া গত মার্চে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন ৫১ জন। দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং প্রত্যন্ত পাহাড়ি এলাকার কারণে মাঝেমধ্যেই দেশটিতে বিমান দুর্ঘটনা ঘটে। সূত্র : গালফ টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়