শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৭ মে, ২০১৮, ০১:২৭ রাত
আপডেট : ১৭ মে, ২০১৮, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তীব্র জানজটে সীমাহীন ভোগান্তিতে যাত্রীরা

এম ডি অনিক ও আহমেদ হোসেন দিদার, কুমিল্লা : ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চিটাগাংরোড ও কাচঁপুর জয়দেবপুর মহাসড়কের এশিয়ান হাইওয়ের ভৈরব ও গাউসিয়া হয়ে কাঞ্চন ব্রীজ পর্যন্ত প্রায় ৫২ কিলোমিটার রাস্তায় তীব্র জানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দর উপজেলাধিন মদনপুর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়,প্রায় ৩৬ ঘন্টা যাবৎ তীব্র জানজটের কারণে শত শত যাত্রীবাহি বাস ও মালবাহি পরিবহণ রাস্তার দুপাশে শারিবদ্ধ ভাবে দাড়িয়ে আছে।জানজটের কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌছাতে পারছেন না যাত্রীরা।অনেকে রাস্তায় গাড়ি না পেয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তার পাশেই বসে সময় পার করছেন।মাঝে মাঝে ধীরগতিতে গাড়ি চলাচল করলেও জানজট নিরসন হচ্ছে না।চালক দের সাথে কথা্ বললে তারা জানাই প্রায় ১২ঘন্টা যাবত গাড়ি নিয়ে একই স্থানে দারিয়ে আছেন।

তবে জানজট নিরসনে ভোর থেকে মেঘনা টোলপ্লাজা এলাকায় দাযিত্ব পালন করছেন হাইওয়ে পুলিশের এএসপি আক্তারুজ্জামান,কাচঁপুর হাইওয়ের ওসি কায়ুম আলী সরদার।মদনপুর বাসস্ট্যান্ডে দায়িত্বরত জেলা পুলিশের টিআই রাফিকুল ইসলাম মৃধা,টিআই শাখাওয়াত হোসেন,এটিএসআই নুরুল ইসলাম,হাইওয়ে পুলিশের এএসআই আব্দুল কুদ্দুস ফকির সহ অন্যান্য পুলিশ সদস্যরা জানজট নিরসনে কাজ করে যাচ্ছেন।

এসময় মহাসড়কে দায়িত্বরত কাচঁপুর হাইওয়ে থানার টিআই জাহাঙ্গির আলম জানান,গতকাল থেকেই ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি ও মেঘনা সেতুর স্কেলের ধীরগতি এবং আসন্ন রমজানের রোজাকে সামনে রেখে রাস্তায় যাত্রীদের যাতায়াত বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ জানজটের সৃষ্টি হয়েছে,জানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও আমাদেও ঊর্ধতন কর্মকর্তারাও দিনরাত পরিশ্রম করছেন।আশা করি অচিরেই এই মহাসড়ক জানজট মুক্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়