শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ মে, ২০১৮, ১১:১৫ দুপুর
আপডেট : ১৬ মে, ২০১৮, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনকারীদের জিডি নিতে সময় চাইল পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের জীবনের নিরাপত্তা চেয়ে করা জিডির (সাধারণ ডায়েরি) কপি শাহবাগ থানা পুলিশ গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ২টার দিকে জিডির কপিসহ তাদের ফিরিয়ে দেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে শতাধিক আন্দোলনকারী নিয়ে শাহবাগ থানায় জিডি করতে যান কোটা সংস্কার আন্দোলনকারী নেতারা।

থানায় পৌঁছালে শাহবাগ থানা পুলিশ ওসি আবুল হাসান তাদের একটি কপি দিয়ে জিডি করতে বলেন। একপর্যায়ে তারা কোটা সংস্কার আন্দোলনকারী ৪ নেতা এবং সাধারণ আন্দোলনকারীর নিরাপত্তার জন্য মোট ৫টি জিডি কপি পূরণ করেন।

কপি পূরণ করার পর শাহবাগ থানা ওসির কাছে জমা দিতে চাইলে থানার ওসি সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

এই সময় তিনি অন্য রুমে গিয়ে ফোনে কথা বলে এসে আন্দোলনকারীদের জানান জিডি গ্রহণ করতে সময় লাগবে। এখন নেওয়া যাবে না।

জানতে চাইলে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নুরূল হক নূর বলেন, আমরা জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব তাদের নাগরিকের নিরাপত্তা দেওয়া। কিন্তু আমরা শাহবাগ থানা জিডি করতে গেলেও তারা সেটা গ্রহণ করেনি।

জানতে চাইলে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, এই জিডিতে ছাত্রসংগঠন জড়িত আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে। আমাদের এই জিডি গ্রহণ করতে সময় লাগবে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরূল হক নূর এবং আরেক যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানের উপর সশস্ত্র হামলা করতে আসেন ছাত্রলীগের নেতারা।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের ১১৯ নম্বর রুমে এ ঘটনা ঘটে। এতে তারা জীবন নিয়ে আশঙ্কা বোধ করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে তারা শাহবাগ থানায় জিডি করতে যান।-পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়