Skip to main content

বাণিজ্য ইস্যুতে চীনের সাথে সমঝোতার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: বাণিজ্য ইস্যুতে চীনের সাথে সমঝোতার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ বিষয়ে জানিয়েছে হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডল। সংবাদমাধ্যম পলিটিকোতে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানান তিনি। চীনের ভাইস প্রিমিয়ারের সাথে যুক্তরাষ্ট্রের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ মন্তব্য করেন এ অর্থনৈতিক উপদেষ্টা। এসময় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মুচিন প্রসঙ্গে কুডল বলেন, মুচিন চেষ্টা করে যাচ্ছে, দুই দেশের মধ্যে একটি বাণিজ্য বিষয়ক একটি চুক্তির জন্য। তবে এক্ষেত্রে দুইদেশেরই শুল্ক কমানো উচিত। মুক্ত বাণিজ্যের দিকে এগিয়ে যাওয়াই এর একমাত্র সমাধান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রতিষ্ঠান জেডটিআইয়ের ওপর আমদানী নিষেধাজ্ঞা জারি করেন। যদিও গত সপ্তাহেই আবার এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও জানান। গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনার এরপরই চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা শুকরের মাংস ও ওয়াইনসহ ১২৮টি পণ্যের ওপর সর্বোচ্চ ২৫শতাংশ পর্যন্ত শুল্কারোপ করে, এরফলে দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করে বিশেষজ্ঞরা। এই অবস্থা থেকে বের হয়ে আসতে সম্প্রতি চীন সফর করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এরই প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে এই সংকটাবস্থা থেকে বের হতে চায় যুক্তরাষ্ট্র। রয়টার্স

অন্যান্য সংবাদ