Skip to main content

ট্রাম্পের নোবেলের পক্ষে ৭ গর্ভনরের সাফাই

লিহান লিমা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার পক্ষে সাফাই গেয়েছেন দেশটির সাতটি অঙ্গরাজ্যের গর্ভনর। তারা বলেন, কোরিয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনার জন্য ট্রাম্প এই সম্মান পেতে পারেন। একসপ্তাহ আগে দক্ষিণ ক্যারোলিনার গর্ভনর হেনরি ম্যাকমাস্টারসহ আরো ৬টি অঙ্গরাজ্যের গর্ভনর নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান বেরিত রেইস এন্ডারসন এর কাছে চিঠিতে এই প্রস্তাব দেন। তারা বলেন, ট্রাম্প পারমাণবিকরণ এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, পিয়ংইয়ংএর সঙ্গে আলোচনায় সম্মত হয়েছেন, সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করেছেন, দুই কোরিয়ার মধ্যে ঐক্য এবং বন্ধুত্ব ফিরিয়ে এনছেন। এর আগে হাউস রিপাবলিকান এর ১৮ সদস্য কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক সম্মেলনের আয়োজন করার জন্য ট্রাম্পকে নোবেল দেয়ার আনুষ্ঠানিক প্রস্তাব করেন। দেশটির ন্যাশনাল রিপাবলিকান সিনেট কমিটিও এই প্রস্তাবকে সমর্থন জানায় এবং ট্রাম্পকে সমর্থনের আহ্বান জানায়। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ম্যাকমাস্টার সহ গুয়ামের গর্ভনর এডলি বেজা ক্যালভো, মিসিসিপির গর্ভনর পিলব বারয়ান্ট, ক্যানসাসএর গর্ভনর জেফ কোলার, আলাবামার গর্ভনর কেয় ইভেই, পশ্চিম ভার্জিনিয়ার গর্ভনর জিম জাস্টিস এবং মেইনির গর্ভনর পল লিপেজ এই চিঠি লিখেন। এদিকে সাত গর্ভনরের নোবেল কমিটিতে চিঠি পাঠানোর পরপরই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের ঘোষণা দেয়। তারা জানায়, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া চলাকালীন সময়ে কোন বৈঠক হবে না। দুই কোরিয়া সীমান্তে উত্তেজনা এবং বিছিন্ন পরিবারগুলোকে একত্রীকরণের লক্ষ্যে বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোরিয়ার বার্তা সংস্থা জানায়, গত মাসে কিম এবং ট্রাম্প বৈঠকের সম্ভাবনাও খুব দেখা যাচ্ছে না। উত্তর কোরিয়ার পররাষ্ট্রপ্রতিমন্ত্রী কিম কেই-জুয়ান বলেন, ‘যদি ট্রাম্প প্রশাসন ক্রমাগত আমাদের পারমাণবিক অস্ত্র ধ্বংসের জন্য চাপ প্রয়োগ করে এবং দাবি অব্যাহত রাখে, তাহলে আমাদের আলোচনার ব্যাপারে কোন আগ্রহ নেই, আমরা বৈঠকের বিষয়ে নতুন করে ভাবব।’ ইন্ডিয়ান এক্সপ্রেস, নর্থ কোরিয় টাইমস।

অন্যান্য সংবাদ