শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৬ মে, ২০১৮, ০৯:১৩ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৮, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধ হওয়া ক্যামব্রিজ অ্যানালাইটিকার বিষয়ে তদন্ত শুরু

সান্দ্রা নন্দিনী: বন্ধ হয়ে যাওয়া তথ্য বিশ্লেষণকারী ব্রিটিশ প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালাইটিকার তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের তথ্যফাঁস সংক্রান্ত কেলেংকারীর প্রেক্ষিতে গতমাসে নিজেদের কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

বিভিন্ন সংবাদ সূত্রে জানা যায়, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া, এখনও পরিষ্কার নয় যে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় প্রতিষ্ঠানটির কতখানি সম্পৃক্ততা ছিলো।

প্রসিকিউটররা ক্যামব্রিজ অ্যানালাইটিকার সাবেক কর্মীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছে। এর পাশাপাশি, প্রতিষ্ঠানটির সাথে কাজ করা কয়েকটি ব্যাংকের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে যেগুলো তারা ফেসবুকের কাছ থেকে সংগ্রহ করেছেলো, সেগুলো ঠিক কিভাবে ব্যবহৃত হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তের সাথে সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা জানান। এছাড়া, প্রতিষ্ঠানের অতীত আর্থিক লেনদেনগুলো পর্যালোচনা করে দেখছে তদন্তকারীরা।

প্রসঙ্গত, ফেসবুকের ৯ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে সম্প্রতি বিভিন্ন মামলা ও তদন্তের মুখে পড়ে ক্যামব্রিজ অ্যানালাইটিকা। এর ধারাবাহিকতায়, গতমাসে প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় ২০১৩ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ এ কোম্পানিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়