শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৬ মে, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের নেই সুইডেন দলে গোলের নায়ক

স্পোর্টস ডেস্ক: তার গোলেই বিশ্বকাপের টিকিট মিলেছিল সুইডেনের। ইতালিকে ছিটকে দেয়া প্লে-অফে মহামূল্যবান গোলটি করে সুইডিশদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়েছিলেন জ্যাকব জোহানসন। দল যখন রাশিয়া যাচ্ছে, নিশ্চিতভাবেই জায়গা মিলত। কিন্তু তাকে রেখেই উড়াল দেয়ার প্রস্তুতি নিতে হয়েছে কোচ জেনে অ্যান্ডারসনকে। চোটের কাছে স্বপ্ন ভেঙেছে জ্যাকবের।

মিডফিল্ডার জ্যাকব হাঁটুর গুরুতর চোটে ভুগছেন। রাশিয়ার বাঁশি বাজার আগে তার সেরে ওভার সুযোগ একমই নেই। জেনে অ্যান্ডারসনের ২৩ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা মেলেনি অবসর ভেঙে ফেরার আগ্রহ জানিয়ে রাখা জ্লাতান ইব্রাহিমোভিচের।
সুইডেন বিশ্বকাপের টিকিট পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে প্লে-অফে হারিয়ে। স্টকহোমে গত নভেম্বরে প্রথম লেগে জিতেছিল সুইডিশরা। বদলি নেমে গোলটি করেছিলেন জ্যাকব। পরে দুই লেগ মিলিয়ে ১-০ গোলের অগ্রগামীতায় বিশ্বকাপ টিকিট। কান্নায় মাঠ ছেড়েছিলেন বুফনরা।
সুইডেনের বিশ্বকাপ দল
গোলরক্ষক: কার্ল-জোহান জনসন, ক্রিস্টোফার নর্ডফেল্ডেট, রবিন ওলসেন।

ডিফেন্ডার: লুডওইগ আগুস্টিনসন, আন্দ্রেয়াস গ্রাঙ্কভিস্ট, ফিলিপ হেলান্ডার, পন্টাস জানসন, এমিল ক্রাফত, মিকায়েল লুসটিগ, ভিক্টর লিন্ডেলফ, মার্টিন ওলসন।
মিডফিল্ডার: ভিক্টর ক্লেসন, জিমি ডার্মাজ, আলবিন একদাল, এমিল ফোর্সবের্গ, অসকার, হিলজেমার্ক, সেবাস্টিয়ান লার্সন, মার্কাস রোহডেন, গুস্তাভ স্ভেনন।
ফরোয়ার্ড: মার্কাস বের্গ, জন গুইডেত্তি, ইসাক কাইস থিলিন, ওলা টোইভোনেন। চ্যানেলআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়