শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৬ মে, ২০১৮, ০৪:২৮ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৮, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিকুল শিরোমণি হযরত হাসান বসরী (রহ.)

বিশ্বব্যাপী তাপসী হযরত রাবেয়া বসরী (রহ.) এর নামের সাথে সাথে তাঁর ওস্তাদ হযরত হাসান বসরী (রহ.) এর নামটাও চলে আসে। তিনি ছিলেন নবী পরিবারের লালিত-পালিত। তার লালন-পালন করার ক্ষেত্রে উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামা (রা.) এর অবদান সবচেয়ে বেশি। ১৪ বছর বয়সে তিনি হযরত আলি (রা.) এর হাতে বাইয়াত হন। এরপর তিনি বসরায় নগরীতে চলে আসেন। সেখানে তিনি কোরআন ও সুন্নার শিক্ষা সবাইকে দিতে থাকেন। তিনি ছিলেন সুবক্তা, তাঁর আলোচনার সময় হাজার হাজার লোকের সমাগম হতো।

যেহেতু নবী পরিবারে তিনি লালিত-পালিত হয়েছেন সে কারণে তাকেও নবী পরিবারের গোলাপ বলা হয়।  তিনি বলতেন তাকওয়া ও পরহেযগারী দ্বীনের ভিত্তি। দুনিয়ার মোহ আল্লাহ ও রাসূল থেকে মানুষকে দূরে ঠেলে দেয়। তিনি তার শিষ্য। মা রাবেয়া বসরী (রহ.) কে সর্বোচ্চ ইলমে মারেফাতের শিক্ষা দিয়ে ছিলেন। তিনি সকাল সন্ধায় কিভাবে রাব্বুল আল আমিনের দরবারে সমর্পিত হতে হয় এই কৌশলটা তাঁর শিষ্যদের জানিয়ে দিতেন। ছোট একটি ঘটনা দ্বারা এই মহা পুরুষের বিনয় তুলে ধরা হলো। একদিন তিনি বসরার একটি মসজিদের ছাদে বসে ছিলেন, হঠাৎ করে তাঁর চোখ থেকে কয়েক ফোঁটা চোখের পানি এক পথিকের শরীরে পড়ে গেল।

পথিক জানতে চাইলেন এটা কি কোন নাপাক পানি? হাসান বসরী (রহ.) উপর থেকে উত্তর দিলেন, হ্যা এক গুনাগারের চোখের পানি তোমার শরীরে পড়ে গেছে। তুমি অপবিত্র হয়ে গেছো, গোসল করে পবিত্র হয়ে যাও। তাঁর নাম রেখেছেন আমিরুল মোমিনিন হযরত ওমর ফারুক (রহ.) তিনি হযরত হাসান বসরী (রহ.) কে নিজের সন্তানের মতো আদর করতেন। এই মহা পুরুষ যখনই কোন কবরস্থানে যেতেন তখনই ফরিয়াদ করতেন, হে রাব্বুল আল-আমিন এই কবরে আসার আগে তোমার খাঁটি গোলাম হিসেবে আমাকে তালিকাভুক্ত কর ও কবরের আযাব থেকে আমাকে রক্ষা করো। এই মহা পুরুষের প্রতি আমাদের লাখো সালাম।

লেখক : কলামিস্ট/ সম্পাদনা : জাফরুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়