শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১৬ মে, ২০১৮, ০৪:২৬ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৮, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যানবাহনে দুর্ঘটনা কমাতে ‘যাত্রী অধিকার আন্দোলন’

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরিতে ‘যাত্রী অধিকার আন্দোলন’র পক্ষ থেকে আমরা জনসচেতনতামূলক কর্মসূচি পালন করতে লিফলেট বিতরণ করেছি। সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে যাত্রী ও চালকদের সচেতন করা, রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ ও জেব্রাক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধকরণ, পথচারীদের ফুটপাথ ধরে হাঁটা, ফুটপাথে মোটরসাইকেল চালানো বন্ধকরণ ও গণপরিবহণ ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনমত গঠনে রাজধানীতে জনসচেতনতা কর্মসূচি পালন করেছি আমরা যাত্রী অধিকার আন্দোলনের পক্ষ থেকে। ফুটওভার ব্রিজ ব্যবহার করতে উদ্বুদ্ধ করেছি পথচারীদেরকে।

আমাদের কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিদিন সড়কে দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে এবং অঙ্গ হারাচ্ছে। এখন নিজেদের জীবন রক্ষায় আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। রেষারেষি পরিবহণ চালকদের ফেরাতেও হবে আমাদেরই। তাই মানুষকে সচেতন করতে আমরা নানা সময়ে নানা কর্মসূচি হাতে নিয়েছি। যাত্রী অধিকার আন্দোলন জনসচেতনতার এ কর্মসূচি প্রতি মাসে পালন করবো আমরা। আমরা চাই নগরবাসী নিজেরা সচেতন হোক। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। রাজধানীতে চলমান সিটিং সার্ভিসের নামে পরিবহন নৈরাজ্য বন্ধে জনমত তৈরি করতে এ ধরনের কর্মসূচি ভালো অবদান রাখবে বলে আমরা আশা করছি। শিগগিরই গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেয়া না হলে আমরা রাজধানীবাসীকে সাথে নিয়েই তীব্র প্রতিবাদ গড়ে তুলবো।

পরিচিতি : মূখপাত্র, যাত্রী অধিকার আন্দোলন / মতামত গ্রহণ : মো. এনামুল হক এনা / সম্পাদনা : জাফরুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়