শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ মে, ২০১৮, ১২:১৮ দুপুর
আপডেট : ১৬ মে, ২০১৮, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই জো হার্ট!

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নাকি জায়গা হয়নি জো হার্টের। ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট বলেছেন, ২৩ সদস্যের চূড়ান্ত দলে রাখা হচ্ছে না বিখ্যাত এই গোলকিপারকে। ইংলিশ মিডিয়ায় এই খবর ঝড় তুলতে শুরু করেছে। যদিও এখনো ইংল্যান্ড তাদের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেনি।

জানা যাচ্ছে, বুধবার ইংল্যান্ডের ২০১৮ বিশ্বকাপ দল ঘোষণা করবেন ম্যানেজার সাউথগেট। বার্নলির গোলকিপার নিক পোপ নাকি হার্টের জায়গা নেবেন। ওই দলে গোলকিপার হিসেবে আরো থাকবেন এভার্টনের জর্ডান পিকফোর্ড এবং স্টোক সিটির জ্যাক বাটল্যান্ড। সোমবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ৩৫ সদস্যের প্রাথমিক দলের তালিকা ফিফার কাছে জমা দিয়েছে। তারা সেটা চূড়ান্ত দল ঘোষণা না করা পর্যন্ত গোপন রাখতে বলেছিল। কিন্তু সংবাদ ফাঁস হয়ে গেছে।

৭৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতার হার্টকে ভাবা হচ্ছিল সাউথগেটের বিশ্বকাপ দলের অভিজ্ঞদের অন্যতম। রাশিয়ার দলে তার না থাকা মানে ইংল্যান্ড দলে ৪০ ম্যাচের বেশি খেলার অভিজ্ঞতাসম্পন্ন কেউ থাকলো না। চেলসির ডিফেন্ডার গ্যারি কাহিল (৫৮ ম্যাচ) জায়গার জন্য লড়ছেন। লিভারপুলের জর্ডান হেন্ডারসন (৩৮) এরপরই সবচেয়ে অভিজ্ঞ।

২০১৬ ইউরোতে বাজে পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডের ১ নম্বর গোলকিপার হিসেবে হার্টের জায়গা হুমকির মুখে পড়ে। ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা দ্রুত তাকে ধারে তোরিনোতে পাঠিয়ে দিয়েছিলৈন। ওয়েস্ট হ্যামে ফিরে আরো একটি ভুলে ভরা মৌসুম কাটানোর আগে সিরি 'এ'তে এক মৌসুম খেলেছেন। যদি খবর সত্যি হয় তাহলে ৩১ বছরের হার্টের ক্যারিয়ার এখানেই দুঃখজনকভাবে শেষ ধরে নিতে হবে। অথচ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ইংল্যান্ড দলে তার জায়গা নিয়ে কোনো প্রশ্নই ছিল না।

১৮ জুন তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ শুরু হবে। গ্রুপ 'জি'তে তারা। ওই গ্রুপে আরো আছে পানামা ও বেলজিয়াম। এর আগে ইংলিশরা ২ জুন ওয়েম্বলিতে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আর ৭ জুন কোস্টা রিকার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ তাদের। সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়