শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৬ মে, ২০১৮, ০৭:০৭ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৮, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেনেড হামলার দোষী ব্যক্তিরা শাস্তি ভোগ করবে : প্রধানমন্ত্রী

ইমতিয়াজ মেহেদী হাসান : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার রায় শিগগিরই ঘোষণা হবে এবং এই জঘন্য হামলার জন্য দোষী ব্যক্তিরা শাস্তি ভোগ করবে। গতকাল মঙ্গলবার বিকেলে গণভবনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবার এবং আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এই হত্যার বিচার চলছে। আমি আশা করবো তাড়াতাড়িই এই বিচারের রায় হবে এবং এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তারা কঠিন শাস্তি পাক আমরা সেটাই চাই। আমরা এর ন্যায় বিচার চাই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের ‘ষড়যন্ত্রে’ আওয়ামী লীগকে ‘নিশ্চিহ্ন করতে’ সেদিন গ্রেনেড হামলা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটা দলকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে ফেলা-এটাই ছিল বিএনপির উদ্দেশ্য। যেহেতু খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেটের মন্ত্রী, প্রতিমন্ত্রী-তারাই এর সঙ্গে জড়িত। এটা তো স্পষ্ট বোঝা যায়, তাদের উদ্দেশ্যই ছিল-আমাদের সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা।

গ্রেনেড হামলায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের ৬৯ জনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন ও আর্থিক সহযোগিতার চেক গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়