শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৬ মে, ২০১৮, ০৬:০৩ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৮, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ আগস্ট হামলার রায় শিগগিরই হবে, আশা প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন যে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার রায় শিগগিরই ঘোষণা হবে। এ জঘন্য হামলার জন্য দোষী ব্যক্তিরা শাস্তি ভোগ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকেলে গণভবনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তরকালে এ কথা বলেন।

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত-আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ৬৯ জনের মধ্যে এদিন অনুদানের চেক বিতরণ করা হয়। এ ছাড়া বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন ও আর্থিক সহযোগিতার চেক গ্রহণ করেন।

শেখ হাসিনা বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যার বিচার চলছে। আমি আশা করব, তাড়াতাড়িই এই বিচারের রায় হবে। এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা কঠিন শাস্তি পাক, আমরা সেটাই চাই। আমরা এর ন্যায়বিচার চাই।’

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের বিয়োগান্ত অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটাতেই এ জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। ‘এটা স্পষ্ট যে বিএনপি তখন ক্ষমতায়। খালেদা জিয়া, তাঁর দল, তাঁর ছেলে এবং তাঁর কেবিনেটের মন্ত্রী পর্যন্ত জড়িত’—অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এরপর আলামতগুলো তারা নষ্ট করে ফেলার চেষ্টা করল এবং জজ মিয়া নামে একটি নাটক করে এ ঘটনাকে অন্যদিকে নিতে চেষ্টা করল। একটি দলকে নিশ্চিহ্ন করে দেওয়াই ছিল বিএনপির উদ্দেশ্য।’

বক্তব্যে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রেক্ষাপট স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেদিন (২০০৪ সালের ২১ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভেনিউতে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজারে বোমা হামলার প্রতিবাদে সন্ত্রাসবিরোধী র‍্যালি হচ্ছিল। তিনি বলেন, সেখানে দিনদুপুরে এভাবে যে গ্রেনেড হামলা হতে পারে, তা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। সেখানে আইভি রহমানসহ আমাদের ২২ জন নেতা-কর্মীকে হারাই এবং দুজন অজ্ঞাতনামা মারা যায়। আর আমাদের শত শত নেতা-কর্মীরা আহত হয়।’

বোমার শব্দে তাঁর কানের পর্দা ক্ষতিগ্রস্ত হলেও নেতা-কর্মীদের রচিত মানবঢাল সেদিন প্রধানমন্ত্রীকে রক্ষা করে। প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু হানিফ ভাইসহ কেন্দ্রীয় নেতারা আমাকে ঘিরে রেখেছিল, তাই আমার গায়ে কোনো স্প্লিন্টার লাগে নাই।’

প্রধানমন্ত্রী হামলার ধরনে বিস্ময় প্রকাশ করে বলেন, যে আর্জেস গ্রেনেড যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয়, তা-ই এই হামলায় ব্যবহৃত হয়েছিল, তা-ও দিনে দুপুরে। একটার পর একটা ১৩টি গ্রেনেড মারা হয়। এমনকি গ্রেনেড হামলার পর অন্য নেতা-কর্মীরা যখন হতাহত ব্যক্তিদের উদ্ধার করতে গেছে, পুলিশ তাদের লাঠিপেটা করেছে, কাঁদানে গ্যাস মেরেছে। তিনি বলেন, ‘এ রকম ঘটনা মনে হয় কেউ তখনো পৃথিবীতে শোনেনি যে এত বড় একটি গ্রেনেড হামলার পর এত সময় অতিবাহিত হলেও পুলিশ উদ্ধারকাজে তো এলই না, উপরন্তু লাঠিপেটা করল, কাউকে পিটিয়েছে, কাউকে লাথি মেরেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে। আমাদের নেতা-কর্মী যারা উদ্ধার করতে গেছে, তাদের দিকে পাল্টা আক্রমণ করেছে।’

প্রধানমন্ত্রী এ সময় এতিমের টাকা আত্মসাতে খালেদা জিয়ার পুনরায় কঠোর সমালোচনা করে বলেন, এতিমখানার জন্য বিদেশ থেকে টাকা আসছে, তা-ও আবার চুরি করে খেয়ে বসে আছে। ১০ বছর ধরে মামলা চলল। বিএনপির আইনজীবীরা এটা প্রমাণ করতে পারেননি যে এতিমের টাকা খালেদা জিয়া মেরে দেননি বা আত্মসাৎ করেননি। এরপর তাঁর শাস্তি হয়েছে। তাঁকে আবার তারা (বিএনপি) বলে গণতন্ত্রের মা। এখানে গণতন্ত্র কোথায়, প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমানের মানি লন্ডারিংয়ের ঘটনা আমেরিকার এফবিআইয়ের তদন্তে এবং সিঙ্গাপুরের ফেডারেল কোর্টে ধরা পড়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সে তো সাজাও পেয়েছে একটা মামলায় ১০ বছর এবং একটা মামলায় ৭ বছর কারাদণ্ড এবং দুই কোটি টাকার দণ্ড পেয়েছে। সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়