শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ মে, ২০১৮, ০১:৪৯ রাত
আপডেট : ১৬ মে, ২০১৮, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওআইসি কেন্দ্রীক সম্ভাবনা শতভাগ কাজে লাগাতে হবে

রুহুল আমিন : ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) মুসলিম প্রধান দেশ গুলো নিয়ে মুসলিম বিশ্বের রাজনৈতিক সংগঠন। কিন্তু মুসলিম ধর্মীয় দল বা সংগঠন নয় একারণে হয়তো প্যালেস্টাইনের, জেরুজালেমসহ বাকীসব মুসলিম দেশ গুলোর সমস্যা তারা ধর্মীয় আবেগ ও দৃষ্টিকোণ থেকে দেখছে না।ওআইসির চুপ থাকা বা নিরব ভূমিকা আজকের নতুন নয় । তবে ওআইসি কেন্দ্রীক সম্ভাবনা বাংলাদেশকে শতভাগ কাজে লাগাতে হবে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক বিষয়ক ইনস্টিটিউট (বিলিয়ার) ধানমন্ডির কার্যলয়ে আয়োজিত ‘ওআইসির প্রাসঙ্গিকতা: সম্ভাবনা এবং বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ’ বিষয়ক সম্মেলনে আলোচকগণ উক্ত মন্তব্য করেন ।

সম্মেলনে বক্তারা আরো বলেন, বাংলাদেশসহ মুসলিম বিশ্বের মানুষরা ভাবছে বা বলছে মুসলিম বিশ্বের বেশিভাগ দেশ কোন না কোন সমস্যায় আছে সোমালিয়া, সিরিয়া, ইরাক, ইরান,লিবিয়া ,ইয়মেন, ভারত- পাকিস্তানের কাশ্মীর সমস্যা মায়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে ওআইসি কোন প্রকার কথা বলছেনা বা ভূমিকা রাখছে না। মুসলিম বিশ্বের মানুষ ওআইসির ভূমিকার হতভাগ। ওআইসি শুধুমাত্র রাজনৈতিক ইস্যুই মনে করছে। অন্যদিকে মুসলিম দুনিয়ার মানুষ ভাবছে আমাদের সম্প্রদায় ভাইদের এত খারাপ সময় যাচ্ছে অথবা এখানে ওআইসি কোন ভূমিকাই রাখছেনা।

এছাড়াও মধ্যপ্রাচ্যের শিয়া-সুন্নী অনেক পুরাতন ও জটিল আকার ধারণ করেছে। এ ইস্যু ওআইসি ও মুসলিম বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আসছে এখন থেকে যদি শিয়া-সুন্নী ইস্যু গুরুত্বে সাথে না দেখে তা হলে মুসলিম বিশ্বের জন্য আরো বড় সমস্যা অপেক্ষা করছে ।যদিও ইসলাম ধর্মের বিধানে শিয়া-সুন্নী একক ভাবে বিশেষ কোন গুরুত্ব বহন করে না । তারপরও রাজনৈতিক বিভাজনের ফলে শিয়া-সুন্নী ইস্যু মৌলিক শক্তি হিসেবে কাজ করছে মধ্যপ্রাচ্যের পর পুরো মুসলিম দুনিয়া ছিড়িয়ে যাচ্ছে । ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে শিয়া-সুন্নী ধন্ধ চরম আকার ধারণ করেছে । এসব বিষয়ে ওআইসি কোন ভূমিকাই রাখছেনা বা রাখতে চাইছেনা। মুসলিম দুনিয়ার জনগণ ওআইসি থেকে যে ভূমিকা আশা করছে তা ওআইসি দিচ্ছে না বা ভূমিকা রাখতে পারছে না।

বাংলাদেশের সাথে ওআইসির সম্পর্ক নিয়ে আলোচনা করেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর লাইলুফার ইয়াসমিন বলেন, বাংলাদেশের ওআইসিতে আবস্থান নেতৃত্ব পর্যায় ।এদিকে রাশিয়া ও তুরস্ক ,বাংলাদেশে তাদের বিভিন্ন ক্ষেত্রে বিচরণ বাড়িয়ে বাংলাদেশের মানুষের সাথে মিসে একটা নেতৃত্ব জায়গায় থাকতে চায়। সেদিক থেকে বাংলাদেশ বর্তমান সময়ে একক সিন্ধান্ত চলার বা একা চলার বা শুধু মাত্র ধর্মীয় পরিচয়ে চলার কোন সুযোগ নাই । বর্তমান বিশ্বের পরিস্থিতি মাথায় রেখে শিক্ষা, শ্রমবাজার,প্রযুক্তি, প্রশিক্ষণের সুযোগ গুলো বিনিময় করতে হবে।

আমরা বাংলাদের ওআইসিভুক্ত দেশ গুলো সাথে সম্পর্ক উন্নয়ন বিভিন্ন বিষয়ে সহবস্থান থেকে শিক্ষা ও প্রযুক্তি বিনিময় করতে পারি মুসলিম দেশ গুলোর মধ্যে শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের উন্নত ব্যবস্থা গড়ে তুলতে পারি। রোহিঙ্গা ইস্যু শুধু মাত্র বাংলাদেশ ও মায়ানমারের ইস্যু নয় এটা পুরো দুনিয়ার মানবিক প্রশ্ন এটা আমরা একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বাংলাশেদ এখন পর্যন্ত রোহিঙ্গা ইস্যু সমাধানে নেতৃত্ব পর্যায়ে আছে। এ কারণে বাংলাদেশ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুনিয়া ব্যাপী প্রশংসীত হয়েছেন। ওআইসির পাশাপাশি আসিয়ান দেশ গুলোর সাথে কাজ করতে হবে বাংলাদেশ কে নিজেদের শ্রমবাজার ও শিক্ষা, প্রযুক্তি ,প্রশিক্ষণ ও ব্যবসা বাণিজ্য বাড়ানোর লক্ষে বাংলাদেশকে আব্যশই পরিকল্পনা নিতে হবে।

দুনিয়া ব্যাপী ইসলাম ও মুসলমানদের যে সন্ত্রাসী ও চরমপন্থি বলা হচ্ছে তা একেবারে ঠিক নয় উল্লেখ করে বক্তারা বলেন, ইসলাম চরমপন্থা নয়, ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না। ইসলাম হলো শান্তির ধর্ম ও শান্তিপূর্ণ সহবস্থানে বিশাস করে। তারা বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় অন্তরিক ওআইসি ভুক্ত দেশ গুলোর বিভিন্ন সমস্য সমাধানে।

আলোচনা করেন, প্রফেসর আমেনা মহসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, প্রফেসর লিলুফার ইয়াসমিন উপ-পরিচালক (খন্ডকালীন) বিলিয়া,সভাপতিত্ব করেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহাপরিচালক, আইন ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়