শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ মে, ২০১৮, ০১:৩৪ রাত
আপডেট : ১৬ মে, ২০১৮, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর কোরিয়া পারমাণবিক স্থাপনা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে: মার্কিন পর্যবেক্ষক

নূর মাজিদ:উত্তর কোরিয়া তাদের প্রধান পারমাণবিক অস্ত্র পরীক্ষাকেন্দ্র পাংগ-রি স্থাপনা নিষ্ক্রিয় করার কার্যক্রম পূর্ণদ্যমে শুরু করেছে। এই সপ্তাহেই এই পরীক্ষা কেন্দ্র এবং এর সংলগ্ন স্থাপনা সমূহ উত্তর কোরিয়া নিষ্ক্রিয় করার ঘোষণা দেবার পর, সোমবার একটি মার্কিন পর্যবেক্ষক সংস্থা এই ব্যাপারে নিশ্চিত করেছে।

৩৮ নর্থ নামের উত্তর কোরিয়ার উপর নজরদারিতে নিয়োজিত এই মার্কিন কৌশলগত গবেষণা ওয়েবসাইটটি জানায়, আসন্ন কিম-ট্রাম্প ঐতিহাসিক সম্মেলনকে সামনে রেখে উত্তর কোরিয়া তার প্রধান পারমাণবিক অস্ত্র পরীক্ষাকেন্দ্র নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করেছে। আগামী ২৩-২৫ মে’র ভেতর এই কেন্দ্র সম্পূর্ণরুপে ধ্বংস করে ফেলার প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন এবং সিউল উভয়েই দেশটির এমন সিদ্ধান্তকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

তবে ইতোপূর্বে আন্তর্জাতিক আণবিক সংস্থার পর্যবেক্ষকদের স্থাপনা নিস্ক্রিয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করার অনুমতি দেয়নি দেশটি।ফলে, এই নিস্ক্রিয়করণ প্রক্রিয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকরা সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে সোমবার উত্তর কোরিয়া পর্যবেক্ষক মার্কিন সংস্থাটি তাদের ওয়েবসাইটে পারমাণবিক স্থাপনাটির বেশ কিছু স্যাটেলাইট ইমেজ(ছবি) প্রকাশ করে। এত দেখা যায় ইতোমধ্যেই দেশটি পূর্ণদ্যমে নিস্ক্রিয়করনের কাজ শুরু করেছে।

দুই কোরিয়ার সীমান্তে অবস্থিত ‘শান্তির গ্রাম’ পানমুনজানে আলোচনায় দক্ষিণ কোরিয় প্রেসিডেন্ট মুন জে ইনকে দেয়া প্রতিশ্রুতির ভিত্তিতেই কিম কোরিয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্র মুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে আগামী ২৩-২৫ মে উত্তর কোরিয়া পারমাণবিক স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংসের পূর্বে এক অনুষ্ঠানের আয়োজন করবে। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে দেশটির পক্ষ থেকে দক্ষিন কোরিয়ার সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইন্ডিয়ান নিউজ/এবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়