শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ মে, ২০১৮, ০১:২২ রাত
আপডেট : ১৬ মে, ২০১৮, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের আগেই আজীবন নিষিদ্ধ রেফারি!

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলের মহাযজ্ঞ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১ মাস। এরই মধ্যে চারদিকে শুরু হয়েছে উৎসব আমেজ। অংশগ্রহণকারী সব দল গুছিয়ে নিচ্ছে নিজেদের শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রস্তুত হচ্ছিলেন বিশ্বকাপের সৌদি এরাবিয়ান রেফারি ফাহাদ আল মিরদাসিও।

তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক আগেই তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দিয়েছে সৌদি এরাবিয়ান ফুটবল ফেডারেশন(সাফ)। তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়ার অভিযোগ এনে দেশের ফুটবলে আজীবন নিষিদ্ধ করে দেশটির ফুটবল ফেডারেশন। এছাড়াও অভিযুক্ত এই রেফারিকে আন্তর্জাতিকভাবেও নিষিদ্ধ করার জন্য ফিফার দপ্তরে সুপারিশ করেছে সাফ।
আল মিরদাসির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গত শনিবার কিংস কাপের ফাইনাল ম্যাচে একটি ক্লাবকে ইচ্ছাকৃত হারিয়ে দেয়ার বদলে মোটা অঙ্কের টাকা দাবি করার। পরে সোমবার এই অভিযোগ স্বীকার করে নেন মিরদাসি। তার স্বীকারোক্তির প্রেক্ষিতেই আজীবন নিষেধাজ্ঞার শাস্তি দেয় দেশটির ফুটবল ফেডারেশন। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানায়, ‘শনিবার সন্ধ্যায় ফাইনাল ম্যাচে আলি মিরদাসি ফাইনালে অংশ নেয়া একটি ক্লাবের কর্মকর্তাকে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে ম্যাচ পাতানোর প্রস্তাব দেন। বিপরীতে মোটা অঙ্কের টাকার চাহিদা করেন তিনি। চুক্তিতে রাজি হলে আল মিরদাসি ইচ্ছাকৃত বাজে রেফারিং করে ম্যাচ জিতিয়ে দেয়ার প্রস্তাব দেন সেই কর্মকর্তাকে।’

‘পরে সেই ক্লাব কর্মকর্তা জরুরী ভিত্তিতে সেটি সাফকে জানায়। তার অভিযোগের ভিত্তিতেই আমরা আল মিরদাসিকে জিজ্ঞাসাবাদ করি। আলি মিরদাসি বর্তমানে পুলিশি জিম্মায় আছেন এবং নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। পুলিশ তার ফোন ছিনিয়ে নিয়েছে এবং পরবর্তী কার্যক্রম চালিয়ে নেবে।’

কিংস কাপের ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী দুই দল ছিল আল ইত্তিহাদ এবং আল ফয়সালি। আল মিরদাসি কোন দলকে জিতিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিল সে ব্যাপারে কিছু জানায়নি সাফ। ২০১১ সাল থেকে ফিফার চুক্তিভুক্ত রেফারি হিসেবে কাজ করছেন ৩২ বছর বয়ষ্ক আল মিরদাসি।

গত বছরের কনফেডারেশনস কাপেও বেশ কয়েকটি ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিলেন তিনি। প্রস্তুত হচ্ছিলেন রাশিয়ায় হতে যাওয়া আসন্ন ফুটবল বিশ্বকাপের দায়িত্ব পালনের জন্য। তবে এর আগেই নিজ কুকর্মে নিজের বিপদ ডেকে আনলেন আল মিরদাসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়