শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১৬ মে, ২০১৮, ১২:১৪ দুপুর
আপডেট : ১৬ মে, ২০১৮, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে মুক্তিপনের দাবীতে অপহৃত ৭ জেলেকে উদ্ধার করেছে র‌্যাব

শেখ ফরিদ আহমেদ ময়না,সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপোনের দাবীতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব)-৮ এর সদস্যরা। সোমবার গভীর রাতে মালঞ্চ নদী সংলগ্ন পীরখালি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এর আগে গত ১৩ মে দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন আড়েরদুনে খালে কাঁকড়া শিকারের সময় বনদস্যু কাজল বাহীনির সদস্যরা তাদের অপহরণ করে।

উদ্ধারকৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের মোন্তেজ খাঁর ছেলে রাশেদুল ইসলাম খাঁ (২৮), একই ইউনিয়নের মথুরাপুর গ্রামের দেবেন সানার ছেলে বিশ্বনাথ সানা (২৭), একই গ্রামের মনোরঞ্জন ওরফে মনু মন্ডলের ছেলে বিষ্ণু মন্ডল (২২), সুধীর কুমার সরকারের ছেলে জয়দেব সরকার (৩৫), ফকির মন্ডলের ছেলে পরিতোষ মন্ডল (৩৩), জেহের আলী গাজীর ছেলে মাছুম বিল্লা গাজী (২৩) ও দক্ষিণ কদমতলা সাধুপাড়া এলাকার ফনিন্দ্র নাথ মন্ডলের ছেলে রমেশ মন্ডল (২০)।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিব বিষয়টি নিশ্চিত করে জানান, এ.এস.পি মুকুর এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা সোমবার গভীর রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন পীরখালি এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু কাজল বাহিনীর আস্তানা থেকে অপহৃত উক্ত সাত জেলেকে উদ্ধার করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, বনদস্যু কাজল বাহিনীকে গ্রেফতারে অভিযান এখনও অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়