শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ১১:০১ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৮, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারসহ বিভিন্ন স্থান থেকে গাড়ি চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: মৌলভীবাজার,ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ছয়টি চোরাই গাড়িও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে র‌্যাব- এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় অভিযান চালায় র‌্যাব। এ সময় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজের ছেলে মো. দিলু মিয়া (২৬), হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের বাসিন্দা মো. কবির মিয়া ছেলে মো. আব্দুল খালেক (৩২), নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের বাসিন্দা মৃত তাজুল ইসলামের ছেলে ফাহিম আহমেদ (২৮), হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মুহিতের ছেলে মো. হাবিবুর রহমান (৩২), মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকার বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে সফিউর রহমান ওরফে লিটন ওরফে লিটু, বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে মো. আতিকুর রহমান (৩৩), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার তাড়াইল গ্রামের বাসিন্দা কালাম মোল্লা ওরফে কালা মিয়ার ছেলে মো. মোখলেছ মোল্লা (৩৫) ও বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দুমচর গ্রামের বাসিন্দা মৃত আলতাফ হোসেনের ছেলে মো. মামুন (৩৮)।

মো. কাইয়ুমুজ্জামান খান আরো জানান. গ্রেফতারকৃতরা আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য। তারা চোরাই গাড়ি যোগে মাদক পরিবহণ করে। তাদের প্রত্যেকের নামে মাদক, অপহরণ, গাড়ি চুরি, নারী ও শিশু নির্যাতনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়