শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ১০:১৮ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৮, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় ১৪৪ ধারা জারি দেখা নেই জাপা নেতা-কর্মীদের

নুরনবী সরকার, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় পার্টির দু’-গ্রুপের পাল্টা-পাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে স্থানীয় অডিটরিয়াম হল রুমে জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজ পাল্টা-পাল্টি সমাবেশের ডাক দিলে উত্তোজনা বিরাজ করে। ফলে সোমবার রাতেই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন হাতীবান্ধার ইউএনও নুর কুতুবুল আলম। মঙ্গলবার সকাল থেকে স্থানীয় অডিটরিয়াম এলাকায় শতাধিক পুলিশ সদস্য অবস্থান নিলেও জাতীয় পার্টির নেতা-কর্মীদের দেখা যায়নি।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভার আয়োজন করেন নতুন আহবায়ক কমিটি। ওই সভায় লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা মেজর (অবঃ) খালেদ আখতার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলো। একই স্থানে পাল্টা পরিচিতি সভার আয়োজন করেন স্থানীয় জাতীয় ছাত্র সমাজ। ছাত্র সমাজ মেজর (অবঃ) খালেদ আখতারকে প্রতিহিত করার ঘোষনা দিলেই উত্তোজনা দেখা যায়।

এ নিয়ে হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল কাসেম মিয়া ও ছাত্র সমাজের আহবায়ক আনোয়ার হোসেন পাল্টা-পাল্টি বক্তব্য দিয়েছেন।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, এলাকার উত্তোজনা পরিবেশ নিয়ন্ত্রণ করতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়