শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৮, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী সেন্টু মৃধাকে মঙ্গলবার সকালে ৭২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলার আগৈলঝাড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত সেন্টু মৃধার বিরুদ্ধে আগৈলঝাড়া, গৌরনদী, কালকিনি থানায় হত্যা, গণধর্ষণ, চাঁদাবাজি, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রন ও বিশেষ ক্ষমতা আইনসহ মাদকের ১৮টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গৌরনদীর নন্দনপট্টি গ্রামের আলোচিত খাদেম সরদার হত্যা মামলায় গত ৭ মার্চ বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন সেন্টুর বড় ভাই নান্নু মৃধাকে ফাঁসির আদেশ ও সেন্টু মৃধা এবং তার সহযোগী ধানডোবা গ্রামের ফানুস মৃধার পুত্র আলাম মৃধাকে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন।

গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের শফিজউদ্দিন মৃধার পুত্র দুর্ধর্ষ সন্ত্রাসী নান্নু মৃধা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলাম মৃধা বর্তমানে কারাগারে থাকলেও সেন্টু দীর্ঘদিন আত্মগোপনে থেকে পাশ্ববর্তী উপজেলা আগৈলঝাড়ার প্রত্যন্ত অঞ্চলে ইয়াবার রমরমা ব্যবসা করে আসছিলো।

আগৈলঝাড়া থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীর নন্দনপট্টি গ্রামের চাঞ্চল্যকর খাদেম সরদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সেন্টু মৃধাকে (৩৫) রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের চৌদ্দমেদা বিলের মধ্যে নির্মিত একটি টোং ঘর থেকে গ্রেফতার করা হয়। এসময় তার এক সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারকৃত সেন্টুর কাছ থেকে পুলিশ ৭২পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

উল্লেখ্য, নান্নু মৃধা ও তার ভাই সেন্টু মৃধাসহ তাদের সহযোগীরা নন্দনপট্টি এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। স্থানীয় সরদার বাড়ি সংলগ্ন আল আকসা জামে মসজিদ কমিটির সদস্যরা তাদের মাদক ব্যবসা বন্ধ করার জন্য বাঁধা প্রদান করেন এবং পরবর্তীতে আইনের আশ্রয় নেয়ার হুমকি দেন। এতে মসজিদ কমিটির সদস্যদের ওপর ক্ষিপ্ত হয় দন্ডপ্রাপ্তরা।

তারই ধারাবাহিকতায় ঘটনার দিন ২০১৪ সালের ১৩ অক্টোবর রাত সোয়া আটটার দিকে সরদার বাড়ি সংলগ্ন খালপাড়ে বসে নন্দনপট্টি গ্রামের বাসিন্দা ও আল আকসা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাহআলম সরদার, তার বাবা ওই মসজিদ কমিটির সহসভাপতি খাদেম সরদার ও ভাই আসলাম সরদারের ওপর ধারালো অস্ত্র নিয়ে দন্ডপ্রাপ্তরা হামলা চালায়। হামলার একপর্যায়ে ঘটনাস্থলেই খাদেম সরদার নিহত হন।

এ ঘটনায় শাহআলম সরদার বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়