শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০৭:৫৯ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৮, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের দিনগুলোতে ফিরে যেতে চায় জনগণ’

হ্যাপী আক্তার : খুলনার আলীয়া মাদ্রাসা ভোট ভোট কেন্দ্রে দেওয়া শেষে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুর রহমান বলেন, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এদেশের জনগণ এখন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের উন্নয়নের দিনগুলোতে ফিরে যেতে চায়। মানুষ এখন ফেড আপ। তাই আমি লাঙ্গল প্রতীক নিয়ে আশাবাদি।

এসময় তিনি আরো বলেন, বিগত দিনের প্রত্যাশা, আজকের প্রত্যাশ এবং ৫ বছর পরের প্রত্যাশা কি হবে তা ভবিষ্যৎ করা যায় না। তবে এবার এই প্রথম লাঙ্গল প্রতীক নিয়ে দাঁড়িয়েছি ফালাফল ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খুলনায় সিটি নির্বাচনে উৎসাহ-উদ্দীপনার সাথে ভোটগ্রহণ চলছে। সকাল সকাল ভোট দিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা। সূত্র : যমুনা টিভি।

খুলনা মহানগরীর পাইওনিয়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন, আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক। ভোট দিয়ে খুলনায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, খুলনার মানুষ এখন উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ। তাই তারা নৌকায় ভোট দিবে।

এর আগে দল ক্ষমতায় থাকার সময় পরাজয় মেনে নিয়েছিলেন উল্লেখ করে খালেক বলেন, আমি যেকোনো পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত আছি।

সকাল সাড়ে ৮টায় বিএনপির মেয়র প্রার্থীর নজরুল ইসলাম মঞ্জু ভোট দিয়েছেন রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। পরে তিনি সাংবাদিকদের ভোট নিয়ে তার শঙ্কার কথা পূণর্ব্যক্ত করেন। বলেন, অনেক কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনকে এখনো ব্যবস্থা নিতে অনুরোধ করছি। অন্যথায় সুষ্ঠু নির্বাচন হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়