শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০৭:৪০ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৮, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ‘গণহত্যা’য় তুরস্কের তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ওমর শাহ: গাজায় বিক্ষোভকারীদের ‘গণহত্যা’র ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তুরস্ক। সোমবার রাতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ ঘোষণা দিয়েছেন। এসময় তিনি ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলেও আখ্যা দেন।
এছাড়াও গাজায় ফিলিস্তিনিদের ওপর সোমবার ইসরায়েলের চালানো হত্যাযজ্ঞের পর তুরস্ক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূতকে ডেকে এনেছে।

যুক্তরাজ্যে সফররত তুর্কি প্রেসিডেন্ট লন্ডনে বলেন, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) চেয়ারম্যান হিসেবে ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞের ঘটনায় তিনি শুক্রবার একটি বৈঠক করবেন। এছাড়া এ ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেরও আহ্বান জানান তিনি। খবর আল জাজিরা ও ডেইলি সাবাহ।

এদিকে আরেকটি বিবৃতিতে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরায়েলি বাহিনী পরিচালিত গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। এছাড়া ফিলিস্তিনের স্থায়ী ও সঠিক সমাধান না হওয়া পর্যন্ত আঞ্চলিক ও বিশ্বশান্তি ও স্থিতিশীলতা কার্যকর হবে না বলেও জানানো হয়।
জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন অমান্য করে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রায় উপেক্ষা করে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলা গর্হিত কাজ।

এছাড়া গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে ইস্তান্বুলে ব্যাপক বিক্ষোভ করেছে সাধারণ তুর্কিরা। সোমবার কয়েক হাজার সাধারণ তুর্কি সেন্ট্রাল ইস্তান্বুলে বিক্ষোভে অংশ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়