শিরোনাম
◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০৬:০২ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৮, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেতরের অবস্থা আরও খারাপ

রুহিন হোসেন প্রিন্স : আমাদের সমাজে মাদকের যে ব্যাপক বিস্তৃতি, এটা আমাদের সমাজের অবক্ষয়ের চিত্র ফুটিয়ে তুলে এবং যতটুকু আমরা পত্র পত্রিকায় দেখি, ভেতরের অবস্থা আরও খারাপ। এখন একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত মাদকের বিস্তৃতি ঘটে যাচ্ছে। এর প্রধান কারণ, আমাদের সমাজটা ভেঙে যাচ্ছে ব্যক্তির অবহেলার জন্যে। আমরা দেখতে পাচ্ছি, ব্যক্তি সাধারণত অশান্তির মধ্যে বসবাস করছে আবার একটা হতাশার জীবন কাটাচ্ছে ।

এই যে তরুণ প্রজন্ম থেকে শুরু করে মধ্য বয়সী, তারা যেন কোন কিছুর মধ্যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। সেটাই একটা বড় সংকট আমাদের কাছে। সুতরাং আমাদের এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সমাজের মধ্যে একটা নব জাগরণ সৃষ্টি করতে হবে। আমাদের সকলকে একটু উন্নয়নের পাশাপাশি সমাজ সম্পৃক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এই কাজটা একটা আন্দোলন হিসেবেই করতে হবে ।

এটা ছাড়া আমরা মাদক থেকে মুক্তি পাবো না । আমরা দেখি, ব্যবসায়ীরা তাদের স্বার্থে মাদকের বিস্তৃতি ঘটাচ্ছে অর্থ্যাৎ ইয়াবা, ফেন্সিডিল সহজলভ্য হচ্ছে তাদের কাছে। এটাও মাদক বিস্তৃতির একটা প্রধান কারণ । আর এই ব্যবসায়ে অধিক লাভ বলে নানান ভাবে এই ব্যবসা করে যাচ্ছে অনেকে।

অনেকে আবার সম্পৃক্ত হয়ে পড়ছে নেশার কারণে। এই মাদক ব্যবসায়ী বা এই নৈপথ্যের যারা নায়ক, তাদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এব্যাপারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে । যদি আমরা এসব ব্যবসায়ীদের মাদক আমদনী বন্ধ করতে পারি, সহজলভ্যতা বন্ধ করে দিতে পারি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে তার মধ্য দিয়েই আমরা মাদকের বিস্তৃতি অনেকটা কমিয়ে আনতে পারবো ।
পরিচিতি : সম্পাদক, সিপিবি/মতামত গ্রহণ : মুহাম্মদ নাঈম / সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়