শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০৪:৩৮ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৮, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি বঙ্গবন্ধুর মেয়ে, আলটিমেটামের কাছে মাথানত করি না: শেখ হাসিনা

সজিব খান: কোটা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়ার পরও কোটা বিরোধী ছাত্রদের দাবি আদায়ে সরকারকে আলটিমেটাম দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি আলটিমেটামের কাছে মাথানত করি না’।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে কোটা নিয়ে এক অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উক্তি করেন। এসময় আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরীসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

মন্ত্রিসভার একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষার্থীরা ক্লাস বন্ধ করে আন্দোলনের নামে রাস্তা অবরোধ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭২ সাল থেকে একটি পদ্ধতি চালু রয়েছে। এখন সেখান থেকে নতুন কিছু করতে আলোচনা পর্যালোচনা দরকার। আমরা তো একটা সিদ্ধান্ত দিয়ে বলেছি এটা করা হবে। এটা তো রাতারাতি সংস্কার করা সম্ভব নয়। এর জন্য কিছু প্রক্রিয়া আছে।  ইতোমধ্যে এসব কাজ শুরু হয়েছে।  কিছু সময় লাগবে। সিদ্ধান্তটা বাস্তবায়নের সময় না দিয়ে আবার আন্দোলনের ঘোষণা দেয়া, আল্টিমেটাম দেয়া, সব কিছু বন্ধ করে দেয়ার হুমকি এটা তো বাড়াবাড়ি। আমরা যেহেতু বলেছি এটা করবো, তার মানে এটা করবো। এরপরও আলটিমেটাম, আন্দোলনের হুমকি দেয়ার তো কোনো যুক্তি নেই। আলটিমেটাম দিয়ে দাবি আদায়ের পথ বেছে নেয়াটা ঠিক নয়।

প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীরা বলছে, ক্লাস করবে না। না করলে না করবে, এতে তাদেরই ক্ষতি। আমি তো বলেছি, কোটা সংস্কারের ব্যপারে সিদ্ধান্ত দিয়েই দিয়েছি।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, কোনো কোনো মহল কোটার বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা দ্রুত করা যায় কি-না সে বিষয়ে ভাবা দরকার। সূত্র: ইত্তেফাক, আমাদের অর্থনীতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়