শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০৪:১২ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৮, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার আহ্বান ওবায়দুল কাদেরের

আহমেদ জাফর: কোটা আন্দোলন যৌক্তিক, আর এই যৌক্তিক আন্দোলনের সমাধান শেষ পর্যায়ে রয়েছে,তাই ধয‍্য ধরে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার( ১৪ মে) বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় মহিলা পরিষদের মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কোটা আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে । তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে , একটি প্রজ্ঞাপন জারি করে যৌক্তিক পর্যায়ে সমাধান করা হবে বলেও জানান তিনি।

সাধারণ ছাত্রছাত্রীদের ব্যবহার করে কেউ যেন রাজনীতি খেলা না খেলতে পারে। কেউ যেন তাদের কে নিয়ে অপরাজনীতি করতে না পারে। প্রধানমন্ত্রী আন্দোলনের বিষয়টি নিজেই স্বয়ংক্রিয়ভাবে দেখেছেন। খুব দ্রুতই চুক্তি সমাধান দেয়া হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে বলেন , নালিশ করা বিএনপি অভ্যাস। তারা কখনোই নির্বাচনে হারতে চায়না। নির্বাচনে জিতার ২ মিনিট আগেও তারা নালিশ করে। রাজনীতি হচ্ছে জোয়ার-ভাটা ,এটা কখনোই মানতে চায় না তাই তারা নালিশ করতে অভ্যস্ত।

নারীনেত্রী প্রসঙ্গ টেনে বলেন, নারীবান্ধব প্রধানমন্ত্রী নারীদের কথা মাথায় রেখেই তিনি সকল কর্মকাণ্ড করে যাচ্ছেন। বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগই নারী নেতৃত্বে এগিয়ে। নারীদের কথা মাথায় রেখে পরিকল্পনা অনুযায়ী নারীদের কথা বিবেচনা করে কাজ করে যাচ্ছেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, বিল্পব বড়ুয়া প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়