শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০১:৫৬ রাত
আপডেট : ১৫ মে, ২০১৮, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডিএসইতে চীনের অংশীদারিত্ব শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে’

আশিক রহমান : চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের চুক্তিবদ্ধ বা অংশীদারিত্ব চুক্তি শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম।

আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, চীনা ওই প্রতিষ্ঠানটি ভালো এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ডিএসই’র সঙ্গে তারা অংশীদার হওয়ায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারবাজারের উপর আরও আস্থা বাড়তে পারে। তাদের অংশীদারিত্বে স্টক মার্কেট উপকৃত হতে পারে বলে আমার ধারণা। এটাকে আমি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছি।

তিনি আরও বলেন, সার্বিকভাবে আমাদের দেশের অর্থনীতিতে শেয়ারবাজার খুব বড় কোনো ভূমিকা রাখছে না। চীনের এই প্রতিষ্ঠানের ডিসএসই’র সঙ্গে যুক্ততা শেয়ারবাজার কিছুটা উন্নতি হলেও সার্বিক অর্থনীতিতে বড় রকমের পরিবর্তন তাৎক্ষণিকভাবে হবে না, তবে তা ধীরে ধীরে হয়তো হতে পারে। বিশেষ করে স্টক মার্কেটে যদি নতুন কোনো প্রোডাক্ট আসে, আইপিও বা কোম্পানি গভর্নেন্সের ক্ষেত্রে তারা কিছুটা অবদান রাখতে পারে, ব্যবসায়ীরা তাদের অর্থ উত্তোলণের ক্ষেত্রে যদি সুফল পায় তাহলে বিনিয়োগের ক্ষেত্রেও কিছুটা সুফল বয়ে আনতে পারে। তবে তা সময় সাপেক্ষ ব্যাপার।

চীনের এই প্রতিষ্ঠানকে ডিএসই তার অংশীদার করার সিদ্ধান্ত সঠিক বলে মনে করি। কারণ এ নিয়ে অনেক আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়