শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ১২:২৬ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৮, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচন নিয়ে দুই দলের কেউই গঠনমূলক কোন কথা বলছে না’

নিরাপত্তা বিশ্লেষক মেজর(অব:) রেজাউল করিম বলেন, আমাদের দেশে কোন নেতা কখনো তাদের কোন ভুল হলে তা ভুল স্বীকার করে না। ভুলকে কখনোই আমরা সহজভাবে নিতে পারি না। নিজের ভুল স্বীকার করা মানে পরাজিত হওয়া। তাই আমরা কখনোই পরাজিত স্বীকার করতে চাই।

জিল্লুর রহমানের সঞ্চালনায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান তৃতীয় মাত্রায় তিনি একথা বলেন। এছাড়া ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান সোহান।

মেজর(অব:) রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় যে দলই থাকুক। সংসদ অধিবেশনে দলের সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ হলে বঙ্গবন্ধুকে বিভিন্ন বিশেষণ নিয়ে বক্তব্য শুরু করে শেখ হাসিনাকে দিয়ে শেষ করে। যখন তার এলাকা নিয়ে কথা বলবে হাতে থাকে ৩০ সেকেন্ড। আবার বিএনপি ক্ষমতায় থাকলে জিয়াউর রহমানকে নিয়ে শুরু করবে, খালেদা,তারেক জিয়াকে নিয়ে বিএনপি নিয়ে কথা বলে শেষে ২০ সেকেন্ড থাকে নিজের এলাকা নিয়ে বলার। এটা আসলে যারা বলে তাদের সমস্যা না। যারা শুনে তাদের সমস্যা। আমাদের নেতারা বোধশক্তি হারিয়ে ফেলছে। তারা নিজেদের প্রশংসা শুনলে এত বেশি অভ্যস্ত হয়ে গেছে। নিজের প্রশংসা না শুনলে মনে করে সে নিজে খারাপ হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমি নিজে বিরোধী দলে হলে কি কারণে আস্থা পাবো না। এক, সরকার দলের নেতারা সরকারী খরচে ফ্রিতে গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। অন্য মানে ২০ দলের কেউ কি এটা করতে পারছে। পারছে না। ঢাকায় এখন পর্যন্ত কয়টা সমাবেশ করতে দিয়েছে। কোন সংশয়ের জন্য বিরোধী দলকে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন ইস্যু তৈরি হচ্ছে সেটা নিয়ে তর্ক-বিতর্ক হচ্ছে কিন্তু আসল কাজ নির্বাচন কি হবে সেটা নিয়ে গঠনমূলক কোন কথা কেউ বলছে না। সরকার-বিরোধী দল সবাই কার কিভাবে সমালোচনা করা যায় সেটা নিয়ে ব্যস্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়