শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০৮:৪০ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৮, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ঈদ যাত্রায় যানজট থাকবে না’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা যানজটে জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, আগামী ২৫ দিনের মধ্যে ফেনীতে মহাসড়কে ওভারপাস নির্মাণকাজ শেষ হয়ে যাবে। এর একটি লেন আগামীকাল মঙ্গলবারই খুলে দেওয়া হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এমন আশ্বাস দিয়ে সবাইকে আর কয়েকটি দিন ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, রমজানের ঈদযাত্রায় এখানে আর যানজট সৃষ্টি হবে না।

ওবায়দুল কাদের বলেন, ‘ফেনীতে ওভারপাস নির্মাণকাজের বিষয়টি সেনাপ্রধান নিজে তদারকি করছেন। এই রেল ওভারপাসের দুটি লেনের একটি ১৫ মে (আগামীকাল) উদ্বোধন হবে। এতে যানজট ও জনভোগান্তি কমে আসবে। সেনাবাহিনী আমাদের কথা দিয়েছে, এই ঈদের আগে রোজার মধ্যেই ওভারপাস নির্মাণকাজ শেষ হয়ে যাবে।’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি রেল ওভারপাস নির্মাণ হচ্ছে। কুমিল্লারটি কিছুদিন আগে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আরেকটি হচ্ছে সীতাকুণ্ডে। সেটির কাজও শেষ হওয়ার পথে। ফেনীর রেল ওভারপাস নির্মাণকাজে ধীরগতির কারণে পিবিএল থেকে নিয়ে আমরা সেনাবাহিনীকে কাজটি দিয়েছি। ডিপোজিট ওয়ার্ক হিসেবে, ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, নির্মাণাধীন দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর কাজে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে জাপানিরা। তিনটি সেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে।

রাজধানীর যানজট সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা রয়েছে বলে জানান সড়কমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত স্টেকহোল্ডারদের ডাকছি, তাদের সঙ্গে কথা বলছি, চেষ্টার কোনো কমতি নেই। ঢাকার গণপরিবহন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যে রাস্তায় যানবাহন চলে তা সিটি করপোরেশন অথবা গণপূর্তের। পরিবহনের ব্যবস্থাপনায় একটা গ্যাপ আছে, ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে এটা আমি দাবি করি না, এতে অনেক ঘাটতি আছে। এখানে পুলিশের একটা বড় ভূমিকা আছে। সব কিছু সমন্বয় করার একটা চেষ্টা আমরা দীর্ঘদিন ধরে করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর সেখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতি হারিয়েছে। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত এসব কাজ খুব একটা গতি পাবে বলে আমি মনে করি না। যতটা সম্ভব এগুলোকে একটা টলারেবল লেভেলে রাখার চেষ্টা করে যাচ্ছি।’

পদ্মা সেতুতে পঞ্চম স্প্যান জুনে : পদ্মা সেতুতে চতুর্থ স্প্যান বসার সুসংবাদ দিয়ে সড়কমন্ত্রী বলেন, এটা সাকসেসফুলি ইনস্টলড হয়েছে। ২০-২১ দিন চেষ্টার পর গতকাল সকালে সফল হয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। আবহাওয়ার কারণে বারবার চেষ্টা করেও পারা যাচ্ছিল না। জুন মাসে পঞ্চম পিয়ারের ওপর বসবে স্প্যান।

নির্বাচনকালীন সরকার ছোট হবে : নির্বাচনকালীন সরকার কত সদস্যের হবে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ওই মন্ত্রিসভার আকার ছোট হবে। নির্বাচনকালীন সরকার কত সদস্যের হবে সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে এত বড় কেবিনেট থাকবে না। আকারটা ছোট হবে। সূত্র: কালেরকন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়