শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০৪:২৯ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৮, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেইজিংয়ে চীনা ও ইরানি পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক

নূর মাজিদ: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইরানি প্রতিপক্ষ জাভেদ জারিফের সঙ্গে রোববার এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। এসময়, জাভেদ জারিফ এক রাষ্ট্রীয় সফরে চীন ভ্রমন করছিলেন। বেইজিংয়ে অনুষ্ঠিত এই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক খুবই ইতিবাচক হয়েছে বলেই চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানায়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক পরবর্তী এক বিবৃতিতে জানায়, বৈঠকে ইরানের সঙ্গে চিরাচরিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের পাশাপাশি স্থায়ী কৌশলগত অংশীদারিত্ত্ব তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়াও চীনের ‘বেল্ট এন্ড রোড’ পরিকল্পনা বাস্তবায়নের সহযোগী হতে ইরান গভীর আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে ইরানি পরারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে ওয়াং বলেন, “চীন আন্তর্জাতিক বহুত্ববাদকে আন্তরিক গুরুত্বের সঙ্গেই দেখে এবং ইরানের পরমাণু চুক্তির আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে চীন ঘনিষ্ঠ সমর্থন দিয়ে যাবে।”

এসময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইরান বরাবরই আগ্রহী এবং দেশটির সহযোগিতায় তারা ইরানের অবকাঠামো খাতের উন্নয়ন পরিকল্পনাগুলি বাস্তবায়ন করে যাবেন। জারিফ আরো বলেন, ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বাক্ষরিত পরমাণু চুক্তির বাস্তবায়নে চীনের সমর্থনকে তারা আন্তরিকভাবে অভিনন্দন জানান এবং এই চুক্তি বাস্তবায়নে তারা চীনের সঙ্গে সহযোগীতা অব্যাহত রাখবেন।”

এছাড়াও এই বৈঠকে তাদের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্কের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। শিনহুয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়