শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০৩:৩৬ রাত
আপডেট : ১৫ মে, ২০১৮, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফ সাড়ে ১৪হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

ফরহাদ আমিন,টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে সাড়ে ১৪হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অতি: পরিচালক কাজী মনজুরুল ইসলাম জানান, রবিবার মেরিন ড্রাইভ শীলখালী অস্থায়ী চেকপোষ্টের হাবিলদার মো. বাচ্চু মৃধার নেতৃত্বে শীলখালী অস্থায়ী চেকপোস্টের জওয়ানরা নিয়মিত তল্লাশী কালে সন্দেহ হলে টেকনাফ থেকে কক্সবাজারগামী চেকপোষ্ট দিয়ে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী কে টহলদল সিগন্যাল দিলে সংকেত পাওয়া মাত্রই মটর সাইকেল আরোহী মটর সাইকেলটি রাস্তার পাশে ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহলদল মটর সাইকেলটি তল্লাশী করে অভিনব উপায়ে লুকানো মটর সাইকেলের ট্যাংকির নীচে ফিটিং অবস্থায় ইয়াবা ভর্তি প্যাকেট পাওয়া যায়।পরে প্যাকেট গুলো খুলে গণনা করে ১৪হাজার ৬'শ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

জব্দকৃত ইয়াবা, মোটরসাইকেলের মূল্য ৪৫লাখ ৮০হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।জব্দকৃত মোটরসাইকেল টি টেকনাফ শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়