শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০২:৩৮ রাত
আপডেট : ১৫ মে, ২০১৮, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নওয়াজের বিরুদ্ধে পিটিশন দায়ের

নূর মাজিদ: আদালতের রায়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হবার পর এবার রাষ্ট্রদ্রোহিতা মামলায় ফেঁসে যেতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সোমবার লাহোর হাইকোর্টে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার বিরুদ্ধে একটি রিট পিটিশন আবেদন করা হয়। হাইকোর্ট এই রিট অনুমোদন করলেই তিনি রাষ্ট্রদ্রোহীতার মামলায় আসামি হবেন।

আদালতে দায়ের করা ঐ পিটিশন শুনানির অভিযোগপত্রে বলা হয়, “তিনি মুম্বাই হামলায় পাকিস্তান জড়িত, এমন বক্তব্য দিয়ে দেশের সম্মান ও নিরাপত্তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই মাননীয় আদালতের কাছে তার বিরুদ্ধে সংবিধানের ৬নং ধারা অনুসারে ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হলো।” হাইকোর্টের আইনজীবী আফতাব ভিরকের দায়ের করা এই পিটিশনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালের নামও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য এবছরের ১২ই মে নওয়াজ শরীফ ২০০৮ সালের মুম্বাই হামলার জন্য পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোকে দায়ী করে বক্তব্য দেন। এসময় তিনি বলেন, “কেন আমাদের সীমান্ত অতিক্রম করে আমরা এই সমস্ত রাষ্ট্রবিরোধী শক্তিকে মুম্বাইয়ে হামলা করে ১৫০ জনের অধিক মানুষ হত্যা করার অনুমতি দিয়েছি? আমাকে দয়া করে ব্যাখ্যা দিন, কেন আজো আমরা তাদের বিচার করিনি?”

তার এই বক্তব্য সঙ্গে সঙ্গেই ভারতীয় গণমাধ্যম লুফে নেয় এবং মুম্বাই হামলার জন্য পাকিস্তানের সম্পৃক্ততার আনুষ্ঠানিক প্রমাণ হিসেবে উপস্থাপন করে। তবে নওয়াজ শরীফের মুসলিম লীগেরই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান নওয়াজের বক্তব্যকে 'অগ্রহণযোগ্য' বলে দাবী করেছেন এবং মুম্বাই হামলার সন্দেহভাজনদের বিচারকার্যে বিলম্বের জন্য ভারতের ভ‚মিকাকেই দায়ী করেছেন। এক্সপ্রেস ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়