শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০২:৩০ রাত
আপডেট : ১৫ মে, ২০১৮, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা সিটি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি

সাইদ রিপন : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল নিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাগণ ভোটকেন্দ্রে পৌঁছে গেছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে আগামীকাল খুলনা সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা সিটি নির্বাচন ছাড়াও আগামীকাল বগুড়া জেলার তালোড়া পৌরসভার সাধারণ নির্বাচন এবং ২ টি পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ৭ টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও ৪৬ টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনও আগামীকাল অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশন: সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক আইনশৃখঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি সাধারণ কেন্দ্রে ২২ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতি ওয়ার্ডে পুলিশের মোবাইল ফোর্স এবং প্রতি তিন ওয়ার্ডের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে র‌্যাবের একটি করে মোবাইল টিম টহল দিচ্ছে। নির্বাচনী এলাকায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের ২০ জন পর্যবেক্ষক ও ৯ জন পর্যবেক্ষক সহায়ক নিয়োগ করা হয়েছে।

এছাড়া ৬০ জন এক্সিকিউটিভ এবং ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশনে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখান থেকে সার্বক্ষণিক নির্বাচনী এলাকার সাথে যোগাযোগ এবং নির্দেশনা প্রদান করা হচ্ছে।

খুলনা সিটি কর্পোরেশনে ৩১ টি সাধারণ ওয়ার্ড, ১০ টি সংরক্ষিত ওয়ার্ড, মোট ভোটকেন্দ্র ২৮৯ টি ও মোট ভোটকক্ষ ১ হাজার ৫৬১ টি। ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। মেয়র পদে প্রার্থী ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ১৪৮ জনসহ মোট ১৯১ জন প্রার্থী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছেন। পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়