শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০২:১২ রাত
আপডেট : ১৫ মে, ২০১৮, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছরই জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে: পরিকল্পনামন্ত্রী

সাইদ রিপন: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী বছররেই মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে। যদিও আগামী অর্থবছরের বাজেটে জিডিপি প্রাক্কলন করা হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ। সোমবার শেরেবাংলা নগরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী অর্থবছরের জন্য এডিপির আকার বাড়ানো হয়েছে। কেননা আমার অনেকগুলো মেগাপ্রকল্প বাস্তবায়ন করছি। তাছাড়া আগামী ২০১৯-২০ অর্থবছরে আমাদের এডিপি আড়াই হাজার কোটি টাকার নির্ধারনের চিন্তা করছি। এরপর আস্তে আস্তে আমাদের এডিপির আকার কমানো হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরে আমাদের অনেকগুলো মেগাপ্রকল্প শেষ হবে। তখন ওই প্রকল্পগুলোর বিল পরিশোধ করতে হবে বিধায় ঐ বছর আড়াই হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের জিডিপি প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে ৮ শতাংশ। তবে আগামী বছরেই আমাদের জিডিপি প্রাক্কলন ৮ শতাংশ ছাড়িয়ে যাবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সব রাস্তা-ঘাট টেকসই করতে আমরা ইতিমধ্যেই নান উদ্যোগ নিয়েছি। আমরা ভবিষ্যতে কংক্রিটের রাস্তা করতে চাচ্ছি। কারণ বিটুমিনের রাস্তা থেকে কংক্রিটের রাস্তা টেকসই বেশি। তাছাড়া প্রধানমন্ত্রী গত একনেক বৈঠকে বলেছেন জরুরিভাবে দেশের রাস্তাগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সেজন্যও আমরা চেষ্টা করছি। ইতিমধ্যেই সড়ক ও স্থানীয় সরকার বিভাগকে রাস্তাগুলো মেরামতে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা আশা করছি বৃষ্টির পরিমান কমলেই রাস্তাগুলো মেরামতে কাজ করা হবে।

কোটা নিয়ে আন্দোলনকারীদের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কোটা সংস্কার বিষয়ে প্রধানমন্ত্রী দেখভাল করছে। (সোমবার) মন্ত্রীসভা বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, কোটা প্রজ্ঞাপনের বিষয়ে তিনি নিজেই যাচাই-বাচাই করে সিদ্ধান্ত নিবেন। তবে ভিসির বাসায় হামলার বিষয়ে প্রধনামন্ত্রী উদ্বিগ্ন। তিনি বলেছেন, এ আন্দোলনে বেশির ভাগই বাহিরের লোক জড়িত। কারণ সাধারণ ছাত্র-ছাত্রীরা কখনোই এভাবে আন্দোলন বা ভিসির বাসায় হামলা করবে না। তবে খুব দ্রুতই এ বিষয়টি সমাধান হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়