শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ০১:২৯ রাত
আপডেট : ১৫ মে, ২০১৮, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ৪১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সুজন কৈরী : রাজধানীর বনানীর মহাখালী এয়ারপোর্ট রোডের সামনে থেকে ৪০ হাজার ৯১১ পিস ইয়াবাসহ মো. মুহিন পাটোয়ারী (২৮) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে একটি মাদকদ্রব্যের চালান কাভার্ডভ্যানে করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে ঢাকার দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল কাভার্ডভ্যানটির গতিবিধি পর্যবেক্ষণে রাখে এবং বেলা সাড়ে ৩ টার দিকে মহাখালী এয়ারপোর্ট রোডের সামনে অভিযান চালায়। এ সময় মুহিন পাটোয়ারীকে আটক করে। পরে তার দেয়া তথ্যে কাভার্ডভ্যানটিতে তল্লাশী চালিয়ে চালকের পিছনের কেবিনে সুকৌশলে লুকানো অবস্থায় ৪০ হাজার ৯১১পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এ সময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

আটক মুহন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গত ১১ মে চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যান ভর্তি সিলিং ফ্যান, টেবিল ফ্যানের যন্ত্রাংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পথে তার অপর সহযোগীরা কাভার্ড ভ্যানে উঠে এবং সবাই একত্রে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে সোমবার ঢাকায় পৌছালে তার ২ জন সহযোগী কাভার্ডভ্যান বোঝাইকৃত মালামাল আনলোড করার সময় গাড়ী থেকে নেমে পড়ে। মালামাল আনলোড করার পর ইয়াবার চালানটি নিয়ে সে গাজীপুরের টঙ্গীতে যাচ্ছিল।

এএসপি মিজানুর রহমান জানান, আটক মুহিন পেশায় একজন কাভার্ডভ্যান চালক। বর্ণিত কাভার্ডভ্যানটি মালামাল পরিবহনের অন্তরালে মাদক বহনের জন্য ব্যবহার করা হয়। পলাতক ২ জন আসামী যাত্রীবেশে মাদক বহনকারী হিসেবে কাজ করে থাকে। কখনো কখনো চট্টগ্রাম থেকে এরা বাস বা ট্রেনে করে ঢাকা আগমন করে। চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো ঢাকায় পৌছানোর পর এর একটি অংশ ঢাকা ও তার পার্শ্ববর্তী জেলায় খুচরা এবং পাইকারী মূল্যে বিক্রয় করত বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়