শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ১০:২৭ দুপুর
আপডেট : ১৪ মে, ২০১৮, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদীয় আসন ঢাকা – ২০ এর মনোনয়ন পেলেন ধামরাইয়ের সাবেক এমপি বেনজির আহমেদ

মো. আল মামুন খান, ধামরাইঃ আওয়ামীলীগের ৩০০ সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শেষ হাসি হাসলেন ধামরাইয়ের বেনজির আহমেদ। বর্তমান এমপি আব্দুল মালেক আওয়ামীলীগের মনোনয়ন পেলেন না। এই আসনটি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা সকল জল্পনা কল্পনার অবসান হলো আওয়ামীলীগ দলীয় হাইকমান্ডের এই সিদ্ধান্তে।

দলীয় একটি নির্ভরযোগ্য সূত্রানুসারে, ঢাকা-১৯ এর জন্য সাবেক এমপি তৌহিদ জং মুরাদ এবং ঢাকা-২০ আসনের জন্য সাবেক এমপি বেনজীর আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে।

জাতীয় সংসদের প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসাবে ইতোমধ্যেই একটি খসড়া তালিকা প্রস্তুত করে ফেলেছেন প্রধানমন্ত্রী। একান্ত গোপন একটি জরিপ টিমের সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর প্রণীত মাঠভিত্তিক রিপোর্টের সমন্বয়ে এ প্রার্থী তালিকাটি তৈরি করা হয়েছে।

যা এখনও পর্যন্ত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় উত্থাপিত হয়নি। এমনকি সংসদীয় বোর্ডের সদস্যরাও এখন পর্যন্ত প্রার্থী তালিকা সম্পর্কে অবগত নন। অচিরেই অনুমোদনের জন্য প্রার্থী তালিকাটি উত্থাপন করা হবে বলে হাইকমান্ড সূত্র জানিয়েছে।

জাতীয় সংসদের প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসাবেই ওই খসড়া তালিকা প্রস্তুত করে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি’র আসন্ন একাদশ নির্বাচনে অংশ নেয়া-না নেয়ার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের প্রার্থী তালিকার যোগবিয়োগের বিষয়টি।

তবে এ মুহূর্তে হাইকমান্ড মনে করছেন, বিএনপি কোন অবস্থায়ই নির্বাচন বর্জন করবে না। বিএনপিকে মোকাবেলার দৃষ্টিভঙ্গিতে থেকেই প্রার্থিতা মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়