শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ১০:২৭ দুপুর
আপডেট : ১৪ মে, ২০১৮, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ৯৪ ফেরাতে চায় সৌদি আরব

[রাশিয়া বিশ্বকাপের বাকি রয়েছে মাত্র ৩১ দিন। আগামী ১৪ জুন পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের। ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে পরষ্পরের মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপে রয়েছে সৌদি আরব, রাশিয়া, উরুগুয়ে এবং মিসর। আজ বিশ্বকাপের ক্ষণগণনার ৪র্থ দিনে থাকছে সৌদি আরবের বিশ্বকাপ দল।]

আসিফুজ্জামান পৃথিল: এই বিশ্বকাপের দূর্বলতম দল বলা যায় সৌদি আরবকে। বাজির দর অন্তত তাই বলছে। এশিয়ার এই পরাশক্তি বিশ্বকাপে গেলেই এলোমেলো দলে পরিণত হয়। দুই আসর বিরতি দিয়ে আবারও বিশ্বকাপে খেলতে যাচ্ছে আরব দেশটি।
এর আগে ৫ বার বিশ্বকাপ খেলেছে সৌদি আরব। প্রথমটি বাদে বাকি ৪টিতেই প্রথম পর্বে বাদ পড়ে যায় আরব দেশটি।

ফিফা র‌্যাংকিং এ বর্তমানে সৌদি আরবের বর্তমান অবস্থান ৭০। দলটির বর্তমান কোচ স্প্যানিশ কোচ অ্যান্টেনিয় পিয়াজ্জি। ২০১৭ সাল থেকেই সৌদি আরবকে কোচিং দিচ্ছেন এ কোচ।

যাদের প্রতি নজর রাখতে হবে: সৌদি আরব দলের সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ আল সালহাওয়ি। দেশের হয়ে ৩৭ ম্যাচে ২৮ গোলের রেকর্ড তার। এছাড়াও ভিলারিয়ালের মিডফিল্ডার সালাম আল দাওসারির দিকেও দৃষ্টি রাখতে হবে।

কখন মাঠে নামবে সৌদি আরব: ১৫ জুন নিজেদের এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে মধ্যেপ্রাচ্যের দেশ সৌদি আরব।
২০ জুন বাংলাদেশ সময় রাত ৯টায় মুসলিম দেশটির প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে উরুগুয়ে। ২৫ জুন বাংলাদেশ সময় রাত ৮টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিসরের মুখোমুখি হবে সৌদি আরব।

বাজির দর: এখন পর্যন্ত বাজির দরে সর্বশেষ অবস্থান সৌদি আরবের। সকল ধরণের বাজিতে সৌদি আরব ৩২টি দেশের মধ্যে ৩২তম অবস্থানে রয়েছে। বেট ৩৬৫ এবং স্কাইবেট এর বাজির দর ১:১০০০। অর্থাৎ কেউ যদি সৌদি আরবের পক্ষে ১ টাকা বাজি ধরেন আর তারা বিশ্বকাপ জিতে যায় তবে তিনি পাবেন ১০০০ টাকা!
সম্পাদনা: এম এ রাশেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়