শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০৮:৪০ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৮, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা নির্বাচনে কিছু হলে এর জবাব রাজপথে দেওয়া হবে : নোমান

আহমেদ ইসমাম: আসন্ন খুলনা নির্বাচনে কোন ধরেনের কারচুপি হলে এর জবাব আগামী দিনে রাজপথেই দেওয়া হবে বলে জানিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

আজ দুপুরে প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নোমান আরো বলেন, খুলনাতে আমাদের নেতা কর্মিদের ভয় দেখানো হচ্ছে তারা যেন বাড়ি থেকে বের না হতে পারে। গতকালও ১৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এভাবে একটি সুষ্ট নির্বাচন কিভাবে সম্ভব? বর্তমান সরকার এমন করার কারণ হচ্ছে বিভিন্ন গোয়েন্দা বাহিনির রিপোর্ট। তারা দেখছে আমাদের জয় নিশ্চিত তাই এ ভাবে দমায় রাখতে চাচ্ছে। কিন্তু তা তো হতে দেওয়া হবে না।

বিএনপির এই সাবেক মন্ত্রি আরো বলেন, দেশে সংবিধান এমন ভাবে বদলানো হয়েছে যে ক্ষমতা এখন একজনের কাছে চলে গেছে। যার ফলে চাইলেই নির্বাচন করতে পারে আবার পিছিয়েই দিতে পারে। এটা এখন এক মিনিটের ব্যপার। কয়েকশ এমপি যারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে তারা আবার এই আসনে বসেই নির্বাচনে অংশ গ্রহন করবে। আমারা যারা বিরোধি দলে আছি তাদেরকে মামালা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখবে। এটাই হচ্ছে তাদের মাস্টার প্লান।

সিটি নির্বাচন নিয়ে নোমান বলেন, নির্বাচনে অংশ গ্রহন করা এখন সময়ের দাবি। নির্বাচনে অংশ নিয়ে আমারা দেখাতে চাই আমারা আছি, আমারা ছিলাম, আমারা থাকব। যদি গাজিপুর আর খুলনা নির্বাচনে কোন ধরনের কারচুপির মত ঘটনা ঘটে তা হলে এর জবাবা কঠর থেকে কঠর হবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান এস.এম ইউসুফ আলী, ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়