শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০৮:৩৪ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৮, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামাইয়ের মারধরে আহত শ্বাশুরীর মৃত্যু, গ্রেফতার ১

এইচ এম মিলন,কালকিনি, মাদারীপুর : মেয়ে নির্যাতনের ঘটনা বাঁধা দেয়ায় মাদারীপুরের কালকিনিতে মেয়ে জামাইয়ের বেদম মারধরে শেফালী বেগম (৪০) নামের এক আহত শ্বাশুরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আজ সোমবার সকালে ১ জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে বরিশাল সেবাচিম হাসপাতালে তিনি মারা যান বলে নিহতের পরিবার জানান। এ বিষয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম এলাকার উত্তর খিলগ্রামের ওপেন বাড়ৈর মেয়ে মমতা বেগমের সাথে পশ্চিম শশীকর গ্রামের সূর্য রায়ের ছেলে রবিন বাড়ৈর প্রায় ১৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী রবিন বাড়ৈ যৌতুকের দাবিতে বিভিন্ন সময় মমতা বেগমকে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। গত শুক্রবার নির্যাতিতা গৃহবধুর মা ফেলালী বেগমের সামনে বসে তার মেয়ে মমতাকে পূনরায় শারীরিক নির্যাতন করে জামাই রবিন বাড়ৈ। এ নির্যাতনের ঘটনা বাঁধা দিলে এতে ক্ষিপ্ত হয়ে শ্বাশুরী শেফালী বেগমকে বেদম মারধর করেন জামাই রবিন বাড়ৈ। এতে করে শেফালী বেগম গুরুতর আহত হয়। পরে তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করলে সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।

আজ সোমবার ডাসার থানা পুলিশ যৌতুকলোভী রবিনের বোনজামাই উজ্জল সংকরকে আটক করেন। তবে ঘটনার পর থেকেই রবিন বাড়ৈ পলাতক রয়েছেন।

নিহতের মেয়ে মমতা বেগম বলেন, আমি আমার মায়ের হত্যাকারীর বিচার চাই।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. এমদাদুল হক বলেন, মেয়ে জামাইয়ের মারধরের কারনে শ্বাশুরী শেফালী বেগমের মৃত্যু হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতার জোর প্রচেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়